হোম > সারা দেশ > সিলেট

দুই ওলির মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউসে শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের দুই ধর্মীয় স্থান হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিয়ারত শেষে তিনি বর্তমানে সিলেট সার্কিট হাউসে অবস্থান করছেন। এখানে দুপুরের খাবার খেয়ে বেলা ৩টার দিকে তিনি পৌঁছাবেন সিলেট আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আওয়ামী লীগ আয়োজিত জনসভায়। 

সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এই জনসভায় যোগ দিতে আজ সকালে সিলেটে পৌঁছান শেখ হাসিনা। 

সিলেটে পৌঁছেই হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাজার জিয়ারত শেষে তিনি যান সিলেটের সার্কিট হাউসে। সেখানে দুপুরের খাবার শেষে বেলা ৩টার মধ্যে সমাবেশস্থলে পৌঁছাবেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। 

এর আগে শেখ হাসিনা আজ বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬০১-এর একটি ফ্লাইটে বেলা ১১টা ৩৫ মিনিটে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২