হোম > সারা দেশ > সিলেট

দুই ওলির মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউসে শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের দুই ধর্মীয় স্থান হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিয়ারত শেষে তিনি বর্তমানে সিলেট সার্কিট হাউসে অবস্থান করছেন। এখানে দুপুরের খাবার খেয়ে বেলা ৩টার দিকে তিনি পৌঁছাবেন সিলেট আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আওয়ামী লীগ আয়োজিত জনসভায়। 

সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এই জনসভায় যোগ দিতে আজ সকালে সিলেটে পৌঁছান শেখ হাসিনা। 

সিলেটে পৌঁছেই হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাজার জিয়ারত শেষে তিনি যান সিলেটের সার্কিট হাউসে। সেখানে দুপুরের খাবার শেষে বেলা ৩টার মধ্যে সমাবেশস্থলে পৌঁছাবেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। 

এর আগে শেখ হাসিনা আজ বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬০১-এর একটি ফ্লাইটে বেলা ১১টা ৩৫ মিনিটে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত