হোম > সারা দেশ > সিলেট

সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, স্বামী-স্ত্রী নিহত 

সিলেট প্রতিনিধি

এক দিনের ব্যবধানে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ফের সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় ওই সড়কের ধোপাগুল এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কার ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহতরা হলেন মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বড়ধামাই গ্রামের আবদুল মালেকের ছেলে আবদুস সবুর মিয়া (২৭) ও তাঁর স্ত্রী রাহেনা আক্তার (২২)। আহতদের নাম-ঠিকানা জানা যায়নি।

পুলিশ জানায়, সিলেট শহরের দিকে প্রাইভেট কারে করে ৫ জন আসছিলেন। ধোপাগুল এলাকায় আসার পরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির ধাক্কা লাগে। এতে দুজন ঘটনাস্থলেই মারা যান। আর তিনজন আহত হয়েছেন। তাঁদের অবস্থাও গুরুতর। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, দাঁড়ানো ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কারের দুই যাত্রী মারা গেছেন ও আহত হয়েছেন আরও ৩ জন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহতদের উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গতকাল রোববার একই মহাসড়কের খাগাইল এলাকায় দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হন।

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২