হোম > সারা দেশ > সিলেট

লোডশেডিংয়ের প্রতিবাদে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

লোডশেডিংয়ের প্রতিবাদে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

লোডশেডিংয়ের প্রতিবাদে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে কোম্পানীগঞ্জের খাগাইল পয়েন্টে প্রায় ১৫ মিনিট সড়ক অবরোধ করে তারা। তখন মহাসড়কে যানজট দেখা দেয়। এতে কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্রে বেড়াতে যাওয়া পর্যটক এবং সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে পল্লী বিদ্যুতের আওতাধীন সিলেটের কোম্পানীগঞ্জে লোডশেডিং বেড়েছে। দিনে ও রাতে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠছে। গতকাল সোমবার রাতে প্রচণ্ড গরমে কোম্পানীগঞ্জের খাগাইল এলাকার এক বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন। এতে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে এর প্রতিবাদে ও বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

এদিকে সড়ক অবরোধের কারণে খাগাইল এলাকায় সিলেটের দিক থেকে কোম্পানীগঞ্জগামী ও কোম্পানীগঞ্জের দিক থেকে সিলেটগামী যানবাহন মহাসড়কের দুই পাশে আটকা পড়ে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘১০-১২ মিনিটের মতো তারা সড়ক অবরোধ করলে পুলিশ অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। আমরা তাদের সড়ক অবরোধ না করে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানোর কথা বললে তারা আমাদের কথা শুনে অবরোধ তুলে নেয়।’

পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম ইঞ্জিনিয়ার মো. আশিকুল ইসলামকে বারবার ফোন করলেও তিনি ধরেননি।

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন