হোম > সারা দেশ > সিলেট

সিলেটে করোনায় আরও ১৬ মৃত্যু, আক্রান্ত ৭৫৮ জন

প্রতিনিধি, সিলেট

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে‍ আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৫৮ জন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে। আর মৃত্যু দাঁড়িয়েছে ৭৭৭ জনে। 

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, সিলেটের চার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ১৬ জন রোগী। তাদের ১৩ জনই সিলেট জেলার। আর দুজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। অপরজন মৌলভীবাজারের। 

এ নিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৭৭৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৫৮৭ জন, সুনামগঞ্জে ৫৫ জন, হবিগঞ্জে ৩৮ জন, মৌলভীবাজারের ৬২ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ জন। 

গত ২৪ ঘণ্টায় নতুন করা শনাক্ত হওয়া ৭৫৮ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৪ হাজার ২১৯ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ২৩ হাজার ৯৪৭ জন, সুনামগঞ্জে ৫ হাজার ১১৩ জন, হবিগঞ্জ জেলায় ৫ হাজার ৩০০ জন, মৌলভীবাজারে ৬ হাজার ২২১ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৬৮০ জন। 

নতুন আক্রান্ত রোগীর ৪০১ জনই সিলেট জেলার বাসিন্দা। এ ছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ৫১ জন, হবিগঞ্জের ৫১ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ১৯১ জন। সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬২ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। 
 
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৫ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৭২ জন, তিনজন সুনামগঞ্জে, হবিগঞ্জ জেলায় ১০ জন, মৌলভীবাজারে তিনজন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন। 

সব মিলিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৭৩ জন। একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ২৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। 

যাদের মধ্যে ১৬০ জন সিলেট জেলার বাসিন্দা। এ ছাড়া ৫৪ জন সুনামগঞ্জে, ২১ জন হবিগঞ্জে ও ৪০ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। 

সিলেটের চার জেলায় র‍্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে ২০৬ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে সিলেট ৬৭, সুনামগঞ্জ ৫১, হবিগঞ্জ ৩৭ ও মৌলভীবাজার জেলায় ৫১ জন। 

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট