হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট প্রতিনিধি

গ্রেপ্তার ময়নাহাটির ইমরান ও আব্দুল্লাহ আল মামুন। ছবি: আজকের পত্রিকা

সিলেটে ভারতীয় কম্বলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে সিলেটের শাহপরান (রহ.) থানার পীরের বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সিলেট মহানগর পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জৈন্তাপুরের ময়নাহাটির ইমরান (২৪) ও পূর্ব লক্ষ্মীপ্রসাদের আব্দুল্লাহ আল মামুন (২৫)। জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা ও কম্বল বহনকারী গাড়িচালক একই উপজেলার ছামাদের (৩২) যোগসাজশে ভারতীয় মালামাল অবৈধভাবে দেশে এনে ব্যবসা করতেন।

পুলিশ জানায়, গতকাল সকালে শাহপরান (রহ.) থানার বটেশ্বর থেকে পীরের বাজারের দিকে যাওয়ার সময় একটি পিকআপ গাড়িকে থামানোর জন্য সিগন্যাল দেয় পুলিশ। পিকআপটি দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে পুলিশ জব্দ করে। পরে পিকআপ তল্লাশি করে ১৯টি ভারতীয় কম্বল পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৪ হাজার টাকা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কম্বলগুলো জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হবে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার