হোম > সারা দেশ > সিলেট

নিখোঁজের ১ মাস পর ধানের গোলা থেকে শিকলে বাঁধা শিশু উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে অপহরণের এক মাস পর এক শিশুকে ধানের গোলা থেকে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে। 

আজ সোমবার ভোরে ছাতক উপজেলার হরিশ্বরণ গ্রামের একটি ঘরের ধানের গোলা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী। 

উদ্ধার হওয়া শিশুটির নাম—ফাইজুর রহমান (১৩)। সে শান্তিগঞ্জ উপজেলার আসামপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। 

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন—ছাতক উপজেলার হরিশ্বরণ গ্রামের আব্দুল সালামের ছেলে জুনেদ (২৫), আব্দুল কাদিরের ছেলে জিয়াউর রহমান (২২), মৃত মদরিছ আলীর ছেলে আব্দুল সালাম (৫২), আব্দুল সালামের মেয়ে খাদিজা বেগম (১৮), শান্তিগঞ্জ উপজেলার আসামপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে বিলাল মিয়া (৪২) ও তাঁর স্ত্রী মোছা. বেগম (৪৮)। 

পুলিশ বলছে, গত ২৫ আগস্ট দুপুরে ফাইজুরকে কয়েকজন ব্যক্তি অপহরণ করে নিয়ে যান। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা। এ দিকে অপহরণকারীরা ফাইজুরকে নির্যাতনের ভিডিও ধারণ করে আত্মীয়স্বজনের মোবাইল ফোনে পাঠিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। 

পুলিশ টাকা দেওয়ার নাম করে ছদ্মবেশে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে। অপহরণকারীরা ছাতক উপজেলার একটি গ্রামের ধানখেতে টাকা রেখে যেতে বলেন। পুলিশ সদস্যরা তাঁদের কথামতো সন্ধ্যায় টাকা রেখে ধানখেতে শুয়ে থাকেন। রাত সাড়ে ৮টার দিকে অপহরণকারী দলের সদস্য জুনেদ টাকা নিতে গেলে ওত পেতে থাকা পুলিশ সদস্যরা তাঁকে আটক করেন। 

পরবর্তী সময়ে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে ফাইজুরকে উদ্ধার ও ছয়জনকে আটক করা হয়। 

শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী বলেন, ‘শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।’

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২