হোম > সারা দেশ > সুনামগঞ্জ

ফেসবুকে প্রেমের সম্পর্ক, অতঃপর পর্নোগ্রাফি মামলায় যুবক কারাগারে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

ইমরান হাসান। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রেমিকার করা পর্নোগ্রাফি মামলায় ইমরান হাসান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার রাতে ইমরানকে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি বাজার থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার সুকচর গ্রামের আজিদ আলীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, আড়াই বছর আগে জগন্নাথপুর উপজেলার এক তরুণীর (২১) সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় ইমরান হাসানের। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়।

সেই সুবাদে কয়েক ধাপে ইমরান হাসান ওই তরুণীর কাছ থেকে ৫ লাখ টাকা ধার নেন। পরে তরুণী বিয়ের চাপ দিলে ও পাওনা টাকা চাইলে ইমরান গোপন ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরাল করার হুমকি দেন। এ নিয়ে একপর্যায়ে দুজনের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

২ জানুয়ারি তরুণীর অন্যত্র বিয়ে ঠিক হলে ওই যুবক আরও ৫ লাখ টাকা দাবি করেন। তরুণী টাকা দিতে অস্বীকার করলে তাঁর নামে ফেসবুকে ফেক আইডি খুলে ছবি ও ভিডিও ভাইরাল করেন ইমরান।

এ ঘটনায় ভুক্তভোগী সুনামগঞ্জ আদালতে ইমরান হাসানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে আদালতের নির্দেশে ২ ফেব্রুয়ারি জগন্নাথপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, শনিবার রাতে ইমরান হাসানকে তাঁর নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রোববার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড