হোম > সারা দেশ > সুনামগঞ্জ

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

সিলেট প্রতিনিধি

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক দুজন। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ৪৩ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত পিলার ১২৩৪/৫-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌলারপাড় নামক স্থান থেকে ওই দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়। একই দিনে বিভিন্ন অভিযান চালিয়ে ভারতীয় চিনি, গরু, চা-পাতা, মদ, ফেনসিডিলসহ অন্যান্য পণ্য জব্দ করে বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন ভারতের ইস্ট খাসিয়া হিলের সাইগ্রাম থানার কালাটেকের ডালিয়াবস্তি গ্রামের বাসিন্দা করল গারো (৪৫) ও মালুছ গারো (৩০)।

জব্দ করা ভারতীয় পণ্য। ছবি: সংগৃহীত

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিজিবি বিপুল চোরাই পণ্য জব্দ করে। এগুলোর মধ্যে রয়েছে ভারতীয় কমলা, চিনি, গরু, চা-পাতা, মদ, ফেনসিডিল ও শিং মাছ। জব্দ পণ্যের বাজারমূল্য প্রায় ৪৩ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা।

৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই সাফল্য এসেছে। আটক ভারতীয় নাগরিকদের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দ মালপত্রের ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু