হোম > সারা দেশ > সিলেট

সিলেটে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫, গাড়ি ভাঙচুর    

নিজস্ব প্রতিবেদক সিলেট 

বসার স্থান নিয়ে সিলেট নগরের পাঠানটুলায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত ও সাতটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

আজ বুধবার রাত আটটার পরে স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ। 

সংঘর্ষে আহতরা হলেন- বিদ্যুৎ, রশিদ, কয়েছ, রিপন ও আলী। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

উপ-কমিশনার আজবাহার আলী শেখ ঘটনাস্থল পরিদর্শন করে আজকের পত্রিকাকে বলেন, ‘বসার স্থান নিয়ে তরুণদের মধ্যে মারামারিতে ৫/৬ জন আহত হয়ে ওসমানীতে ভর্তি হয়েছে। এ সময় ৬-৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন পরিস্থিতি স্বাভাবিক।’  

পাঠানটুলা এলাকার স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পাঠানটুলা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগের দুটি গ্রুপের নেতাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে দুই পক্ষের অনুসারীরা সংঘর্ষ জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন; পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এ সময় উভয়পক্ষের ৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। এরা যুবলীগের কেউ না, ‘নামদারী’ যুবলীগ। কোনো দিন যুবলীগের মিছিল-মিটিংয়েও ছিল না।’

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত