হোম > সারা দেশ > সিলেট

সিলেটে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫, গাড়ি ভাঙচুর    

নিজস্ব প্রতিবেদক সিলেট 

বসার স্থান নিয়ে সিলেট নগরের পাঠানটুলায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত ও সাতটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

আজ বুধবার রাত আটটার পরে স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ। 

সংঘর্ষে আহতরা হলেন- বিদ্যুৎ, রশিদ, কয়েছ, রিপন ও আলী। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

উপ-কমিশনার আজবাহার আলী শেখ ঘটনাস্থল পরিদর্শন করে আজকের পত্রিকাকে বলেন, ‘বসার স্থান নিয়ে তরুণদের মধ্যে মারামারিতে ৫/৬ জন আহত হয়ে ওসমানীতে ভর্তি হয়েছে। এ সময় ৬-৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন পরিস্থিতি স্বাভাবিক।’  

পাঠানটুলা এলাকার স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পাঠানটুলা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগের দুটি গ্রুপের নেতাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে দুই পক্ষের অনুসারীরা সংঘর্ষ জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন; পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এ সময় উভয়পক্ষের ৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। এরা যুবলীগের কেউ না, ‘নামদারী’ যুবলীগ। কোনো দিন যুবলীগের মিছিল-মিটিংয়েও ছিল না।’

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি