হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে লুটপাটের মামলায় ইউপি সদস্যের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য জ্যোতি বিকাশ দাস ছোটনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর বিরুদ্ধে বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই কারাদণ্ড দেওয়া হয়।

আজ সোমবার হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক রিয়াজ উদ্দিন এই রায় দেন। জ্যোতি বিকাশ দাস চাঁনপুর গ্রামের বাসিন্দা।

রায় ঘোষণার সময় জ্যোতি বিকাশ দাস ছোটন আদালতে উপস্থিত ছিলেন।

ইউপি সদস্য জ্যোতি বিকাশ দাস ছোটন তাঁর দলবল নিয়ে একই গ্রামের আব্দুল মোতালিব চৌধুরী মাহফুজের বাড়িতে ২০২৩ সালের ৫ জানুয়ারি হামলা চালান। এ সময় তাঁরা বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেন। এ ঘটনায় আব্দুল মোতালিব চৌধুরী মাহফুজ বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে বানিয়াচং থানায় মামলা করেন।

মামলায় ১০ জন সাক্ষীর মধ্যে নয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন। রায়ে তপন দাস, সাবাজুল ইসলাম ও জিয়াউল হক অপু নামের তিন আসামিকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী এমএ মজিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা এই রায়ে সন্তুষ্ট। এই রায়ের মাধ্যমে নির্যাতিতরা ন্যায় বিচার পেয়েছেন।’

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ