হোম > সারা দেশ > সিলেট

স্ত্রীকে হত্যার কয়েক ঘণ্টা পর পুলিশ হেফাজতে স্বামীর মৃত্যু

সিলেট প্রতিনিধি

সিলেটে স্ত্রীকে গলা কাটে হত্যার কয়েক ঘণ্টা পর পুলিশ হেফাজতে স্বামী বাবু লাল দাসের (৫৫) মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার মেঘারগাঁও গ্রামের চামার বাড়িতে এ ঘটনা ঘটে। 

বাবু লাল দাস উপজেলার হাটখোলা ইউনিয়নের মেঘারগাঁও গ্রামের বাসিন্দা। 

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুজনের লাশ ওসমানী হাসপাতালে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার পারিবারিক কলহে স্ত্রী বাসন্তী রানী দাসকে (৪৫) ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন বাবু লাল। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পথে বাবু লাল হার্ট অ্যাটাক করেন।

অসুব্যবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে গত বছর স্ত্রীর এক পা কেটে জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল দেন তিনি। বাবু লাল মানসিক ভারসাম্যহীন বলে জানান স্থানীয়রা।

স্থানীয় ইউপি মেম্বার মো. সুরুজ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বাবু লাল ডায়াবেটিস ও মানসিক রোগী। আসলে চামার বাড়ি হওয়ায় ততটা মানুষের যাওয়া-আসা নেই সেখানে। যে কারণে কেউই বলতে পারছেন না কি কারণে এই ঘটনা ঘটেছে।’ পারিবারিক কলহের জেরে এ রকম ঘটনা ঘটে থাকতে পারে বলেও জানান তিনি।

মানুষ দুর্নীতি ও সন্ত্রাসের অবসান চায়: মামুনুল হক

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার কারাগারে

নির্বাচন সামনে রেখে যেন অস্ত্র ঢুকতে না পারে—কাস্টমসকে এনবিআর সদস্য

শাবিপ্রবিতে ভর্তি কার্যক্রম শুরু ৩ ফেব্রুয়ারি, ডোপ টেস্ট বাধ্যতামূলক

সিলেট-ম্যানচেস্টারের ফ্লাইট চালু রাখার দাবিতে মঙ্গলবার ‘মার্চ ফর বিমান’

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮ কর্মকর্তা-কর্মচারী কারাগারে

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভ

জৈন্তাপুরে আবারও বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪

সিলেটে বিএনপির জনসভায় শাবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার, শিক্ষার্থীদের সমালোচনা

জৈন্তাপুরে বিজিবির ওপর চোরাকারবারি চক্রের হামলা, থানায় মামলা