হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সাড়ে চার মাসে কোরআনের হাফেজ ৮ বছরের আশরাফুল

সিরাজগঞ্জ প্রতিনিধি

মাত্র সাড়ে চার মাসে কোরআনের হাফেজ হয়েছে আট বছরের আশরাফুল ইসলাম। সে সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার গোপরেখী পশ্চিমপাড়া মিফতাহুল উলুম কওমি মাদ্রাসার ছাত্র। তার বাবা গোপেরেখী পশ্চিমপাড়া মহল্লার মোহাম্মদ বাবু প্রামাণিক পেশায় একজন ব্যবসায়ী।

গত মঙ্গলবার বাদ এশা হাফেজ আশরাফুলকে গোপরেখী পশ্চিমপাড়া মাদ্রাসা মাঠে বিশাল সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বেলকুচি, এনায়েতপুর, চৌহালী ও শাহজাদপুরের অনেক আলেম ওলামা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়াসহ হাফেজ আশরাফুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম তালুকদার। প্রধান অতিথি ছিলেন খুকনী জামিয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি মুহতামিম মাওলানা আব্দুর রাজ্জাক, বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ আশাদুল্লাহ ও মসজিদের খতিব মাওলানা আবু তালেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টার।

এ সময় বক্তারা বলেন, পৃথিবীতে প্রায় ১ কোটি হাফেজ রয়েছেন। তবে মাত্র ১৩৫ দিনে পবিত্র কোরআন মুখস্থ করার পরম সৌভাগ্য অর্জন করেছে আশরাফুল ইসলাম। এক অল্প দিনে কোরআন মুখস্থ করার দৃষ্টান্ত খুব বেশি নেই। মুখস্থ করার আগে সে সহিহ শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে শেখে।

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক

সিরাজগঞ্জে আগুনে পুড়ে মারা গেল কৃষকের পাঁচটি গরু

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চোখ উপড়ানো নারীর পরিচয় শনাক্ত, ৮ ঘণ্টা পর কথিত প্রেমিক গ্রেপ্তার

সিরাজগঞ্জে কলাবাগান থেকে চোখ উপড়ানো নারীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু

তাড়াশে অবৈধভাবে পুকুর খনন, ঠিকাদারকে জরিমানা

স্ত্রী হত্যার প্রধান আসামি যুবদল নেতা গ্রেপ্তার

সরকারি চাল কালোবাজারি, আটকের পর টাকার বিনিময়ে ছাড়ার অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে