হোম > সারা দেশ > ময়মনসিংহ

শেরপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

শেরপুর প্রতিনিধি

শেরপুর সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মজিবুর রহমান (৭০) নামে এক সাবেক ইউপি সদস্য মারা গেছেন। গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তিনি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মজিবুর রহমান সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত মগর আলীর ছেলে। তিনি চার সন্তানের জনক ছিলেন।

হাসপাতাল ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, মজিবর রহমান গত বুধবার (১৬ নভেম্বর) জ্বরে আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হন। পরে তার এনএস-১ পরীক্ষা করলে তাঁর শরীরে ডেঙ্গু ধরা পড়ে। তিনি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। ওই অবস্থায় গতকাল শুক্রবার তাঁর অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

এ ব্যাপারে শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. খায়রুল কবীর সুমন জানান, মজিবর রহমান গত গত বুধবার বিকেলে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর পরীক্ষা-নিরীক্ষায় তাঁর শরীরে ডেঙ্গু ধরা পড়ে। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে তিনি আগে থেকেই ডায়াবেটিস ও শ্বাসকষ্টেও ভুগছিলেন।

তিনি আরও জানান, বর্তমানে জেলা সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জন রাগী ভর্তি রয়েছেন। 

শেরপুর-২ আসনে ফাহিম চৌধুরীর মনোনয়ন জটিলতা নিরসনে দোয়া ও মিলাদ

নালিতাবাড়ী ঘুরে গেল ভোটের গাড়ি, জানেন না শহরবাসী

শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত

শেরপুরের ৩ আসন: স্বতন্ত্রের চাপে বিএনপি

এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নকলায় ৭ অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হলেন কনটেন্ট ক্রিয়েটর

মাছ ধরতে গিয়ে ভারতে আটক ৬ জেলে, ১৩ মাস পর হস্তান্তর