হোম > সারা দেশ > ময়মনসিংহ

নিখোঁজের একদিন পর বিল থেকে যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধি, নালিতাবাড়ী (শেরপুর) 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা থেকে নিখোঁজ হওয়ার এক দিন পর বিল থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম হযরত আলী। তিনি উপজেলার মরিচপুরান ইউনিয়নের উত্তর বাঁশকান্দা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। সোমবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কুতিকুড়া গ্রামের উলুয়ারকান্দা বিল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

পুলিশ ও নিহত হযরতের পরিবার সূত্রে জানা গেছে, রোববার বিকেলে হযরত আলী বাড়ি থেকে নালিতাবাড়ী শহরের উদ্দেশে বের হন। রাতে বাড়ি না ফেরায় হযরতকে তাঁর পরিবারের লোকজন বিভিন্ন স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেন। তবে তাঁকে পাওয়া যায়নি। হযরতের মুঠোফোনটিও বন্ধ ছিল। এতে সোমবার দুপুরে হযরতের ছোট ভাই আবু নাছের নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

পরে সোমবার বিকেলে পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার কুতিকুড়া গ্রামের উলুয়ারকান্দা বিলে এলাকাবাসী হযরতের লাশ দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধার করে হালুয়াঘাট থানায় নিয়ে যায়। এ বিষয়ে সন্ধ্যায় হযরতের ছোট ভাই আবু নাছের হালুয়াঘাট থানায় মামলা করতে যান। 

জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, হযরত নিখোঁজ হওয়ার বিষয়ে তাঁর ছোট ভাই সোমবার দুপুরে থানায় জিডি করেন। পরে হযরতের লাশ হালুয়াঘাট উপজেলার উলুয়ারকান্দা বিল থেকে উদ্ধার করা হয়।

নালিতাবাড়ী ঘুরে গেল ভোটের গাড়ি, জানেন না শহরবাসী

শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত

শেরপুরের ৩ আসন: স্বতন্ত্রের চাপে বিএনপি

এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নকলায় ৭ অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হলেন কনটেন্ট ক্রিয়েটর

মাছ ধরতে গিয়ে ভারতে আটক ৬ জেলে, ১৩ মাস পর হস্তান্তর

থানার গেটের সামনে জামায়াতের নেতা-কর্মীদের বিক্ষোভ