প্রতিনিধি, শ্রীবরদী (শেরপুর)
শ্রীবরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনয়নিয়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে। শিশুটির নাম জুনায়েদ (৫)। সে ঢনঢনিয়া গ্রামের অটোচালক শাজাহান মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার বিকেলে জুনায়েদ বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় জুনায়েদকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পুকুরের পানিতে ভাসতে দেখে তার স্বজনরা। পরে পুকুরের পানি থেকে জুনায়েদের মরদেহ উদ্ধার করা হয়।
ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।