হোম > সারা দেশ > ময়মনসিংহ

শেরপুর থেকে ১৬০ বস্তা সার ময়মনসিংহে পাচারকালে জব্দ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের জন্য বরাদ্দ করা ১৬০ বস্তা (৮ টন) এমওপি (মিউরেট অব পটাশ) সার ময়মনসিংহে নিয়ে যাওয়ার সময় জব্দ করেছেন নালিতাবাড়ী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন। আজ শুক্রবার দুপুরে নালিতাবাড়ী পৌর শহরের ধারা রোড এলাকায় এসব সার আটক করা হয়। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, নালিতাবাড়ী পৌর শহরের উত্তর বাজার এলাকার সুমন নামের এক ব্যক্তি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনজনের এক দোকান থেকে ১৬০ বস্তা এমওপি সার লাভের আশায় পাশের ট্রলিযোগে ময়মনসিংহের হালুয়াঘাটে নিয়ে যাচ্ছিলেন। পরে নালিতাবাড়ী শহরের ধারা রোডে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ট্রলি থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করেন।

তখন চালক সার হালুয়াঘাট নিয়ে যাচ্ছিলেন বলে জানান। সার পরিবহনের বৈধ কাগজ দেখতে চাইলে তাঁরা তা দেখাতে ব্যর্থ হন। এক জেলার বরাদ্দের সার অন্য জেলায় নেওয়ার নিয়ম না থাকায় সারগুলো জব্দ করে কৃষি অফিসে নেওয়া হয়। 

এ বিষয়ে জানতে আজকের পত্রিকার এ প্রতিনিধি সারের মালিক সুমনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি পরে দেখা করার কথা জানান। 

নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, সার পরিবহনের বৈধ কাগজপত্র না থাকায় সার জব্দ করা হয়েছে। পরবর্তীকালে উপজেলা বীজ ও সার মনিটরিং কমিটি জব্দ করা সারের বিষয়ে সিদ্ধান্ত নেবে। 

শেরপুর-২ আসনে ফাহিম চৌধুরীর মনোনয়ন জটিলতা নিরসনে দোয়া ও মিলাদ

নালিতাবাড়ী ঘুরে গেল ভোটের গাড়ি, জানেন না শহরবাসী

শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত

শেরপুরের ৩ আসন: স্বতন্ত্রের চাপে বিএনপি

এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নকলায় ৭ অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হলেন কনটেন্ট ক্রিয়েটর

মাছ ধরতে গিয়ে ভারতে আটক ৬ জেলে, ১৩ মাস পর হস্তান্তর