হোম > সারা দেশ > ময়মনসিংহ

শ্রীবরদীতে রাতের আঁধারে সবজিখেত নষ্ট করার অভিযোগ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি 

শ্রীবরদী উপজেলার সিংগাবরুণা ইউনিয়নের সিংগবরুণা গ্রামে ক্ষতিগ্রস্ত সবজিখেতে কৃষক আব্দুল খালেক মণ্ডল। ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীতে পূর্ব শত্রুতার জেরে খেতের বিভিন্ন সবজি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। উপজেলার সিংগাবরুণা ইউনিয়নের সিংগবরুণা গ্রামে গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

সবজিখেত নষ্ট হওয়ার ঘটনায় খেতমালিক সিংগাবরুণা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল খালেক মণ্ডল বাদী হয়ে একই গ্রামের মনির মিয়ার (৪৩) নামে গতকাল শুক্রবার রাতে শ্রীবরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ পাওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ। তিনি বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় লোকজন ও অভিযোগ সূত্র জানা গেছে, আব্দুল খালেকের সঙ্গে প্রতিবেশী মনির মিয়ার পরিবারের জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জেরে গত বৃহস্পতিবার রাতে আব্দুল খালেকের কুমড়া, মিষ্টি লাউ, সিম সহ বিভিন্ন সবজির প্রায় ১৭০টি গাছ কেটে দিয়েছেন মনির মিয়া।

এ বিষয়ে ভুক্তভোগী আব্দুল খালেক বলেন, ঘটনার দিন রাতে বাইরে বের হলে টর্চ লাইটের আলোয় আমি অভিযুক্ত মনির মিয়াকে সবজি খেতে দেখতে পাই। আমার উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। ১৭০টি গাছ কেটে দেওয়ায় প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে বাড়িতে গেলে মনির মিয়াকে পাওয়া যায়নি। তবে তাঁর বাবা ওয়াজ উদ্দিন বলেন, ‘কে বা কারা সবজিখেত কেটেছে তা আমরা জানি না। আমার ছেলের নামে যে অভিযোগ উঠেছে তা মিথ্যা।’

শেরপুর-২ আসনে ফাহিম চৌধুরীর মনোনয়ন জটিলতা নিরসনে দোয়া ও মিলাদ

নালিতাবাড়ী ঘুরে গেল ভোটের গাড়ি, জানেন না শহরবাসী

শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত

শেরপুরের ৩ আসন: স্বতন্ত্রের চাপে বিএনপি

এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নকলায় ৭ অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হলেন কনটেন্ট ক্রিয়েটর

মাছ ধরতে গিয়ে ভারতে আটক ৬ জেলে, ১৩ মাস পর হস্তান্তর