হোম > সারা দেশ > শরীয়তপুর

পদ্মায় মা ইলিশ রক্ষায় হেলিকপ্টার অভিযান

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি

মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে সমন্বিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নড়িয়া উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে বিমানবাহিনীর বিশেষ টিম হেলিকপ্টার নিয়ে এই সমন্বিত অভিযান পরিচালনা করে। 

অভিযানে ছয়টি স্পিডবোট ও ১০টি ট্রলার ব্যবহার করা হয়। অভিযান চলাকালে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে আটজন জেলেকে আটক করা হয়। পরে চারজন জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর চারজন জেলেকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বিশেষ এই সমন্বিত অভিযানে নড়িয়া উপজেলার পদ্মা নদী থেকে ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল, ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ও ইলিশ স্থানীয় দুটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। 

সমন্বিত এই অভিযানে অংশগ্রহণ করেন শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাজিবুল আলম, জেলা মৎস্য অফিসার প্রণব কুমার, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আস্রাফুজ্জামান ভূঁইয়া, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল-নাসিফ, জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ৪ জন, উপজেলা মৎস্য অফিসার মো. আমিনুল হক, সুরেশ্বর নৌপুলিশ ইনচার্জ মনিরুল ইসলাম, নড়িয়া ও জাজিরা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা, নড়িয়া-জাজিরা থানা ও নৌপুলিশ সদস্যরা।       

শরীয়তপুরে বিস্ফোরণ: আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে ৩

শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার ২ আসামির মৃত্যুদণ্ড

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

শরীয়তপুরে বিস্ফোরণ: বোমা তৈরির উপকরণ ও আলামত সংগ্রহ, ৩৮টি বোমা নিষ্ক্রিয়

শরীয়তপুরে বিস্ফোরণ: আরেকজনের মৃত্যু, ঢাকা থেকে গেছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবকের কবজি বিচ্ছিন্ন

শরীয়তপুরে ব্যবসায়ী খোকন দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

শরীয়তপুরে হামলায় অগ্নিদগ্ধ ব্যবসায়ী খোকন দাস মারা গেলেন

শরীয়তপুরে ব্যবসায়ীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার চেষ্টা

শরীয়তপুরে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের পর এনসিপির কার্যালয় তছনছ, বাড়িঘরে হামলা-ভাঙচুর