হোম > সারা দেশ > শরীয়তপুর

ডামুড্যায় সংসদ সদস্যের পিএসই হলেন নতুন চেয়ারম্যান

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা পরিষদ নির্বাচনে সদ্য সাবেক চেয়ারম্যান আলমগীর মাঝিকে বিপুল ভোটে হারিয়ে চেয়ারম্যান হয়েছেন সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ। তিনি জেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাকের ব্যক্তিগত সহকারী (পিএস)।

এ নির্বাচনে এমপি নাহিম রাজ্জাক তাঁকে মনোনয়ন দিয়েছেন বলে এক ভোটারকে ফোনে হুমকি দিয়েছিলেন আব্দুর রশিদ গোলন্দাজ। পরে সেই কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং সংবাদের শিরোনাম হয়। শেষ পর্যন্ত আওয়ামী লীগের দুই নেতাকে হারিয়ে চেয়ারম্যান হয়েছেন রশিদ গোলন্দাজ।

গতকাল বুধবার রাতে তৃতীয় ধাপে অনুষ্ঠিত ডামুড্যা উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ডামুড্যা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪৪টি কেন্দ্রে একটানা শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে দেখা যায়, আবদুর রশিদ গোলন্দাজ ঘোড়া প্রতীকে ২৪ হাজার ৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর মাঝি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৭১৫ ভোট। অপর প্রার্থী ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবুল সিকদার আনারস প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৬৩৪ ভোট।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে ডামুড্যা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বি এম সাত্তার তালা প্রতীকে ১৭ হাজার ৫৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রোকনুজ্জামান খান মাইক প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ২১৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহানাজ আক্তার বৈদ্যুতিক পাখা প্রতীকে ১৯ হাজার ৮৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম সেলাইমেশিন প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৫৯৪ ভোট।

শরীয়তপুর জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ডামুড্যা উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লাখ ৯ হাজার ১৯১ জন। এই উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

শরীয়তপুরে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের পর এনসিপির কার্যালয় তছনছ, বাড়িঘরে হামলা-ভাঙচুর

শরীয়তপুরে ছাত্রদল-এনসিপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ১০

শরীয়তপুরে এনসিপির মশাল মিছিল

শরীয়তপুরে মুক্তিযোদ্ধার কবরস্থানে আগুন দেওয়ার অভিযোগ

ভোটারদের হুমকি দেওয়া ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে শোকজ

পদ্মা সেতুতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, হেলপার নিহত

শরীয়তপুরের ৩ আসন: আওয়ামী লীগের ঘাঁটি দখলে মরিয়া বিএনপি-জামায়াত

জামায়াতকে ভোট দিলে শান্তিতে থাকতে দেব না: বিএনপি নেতার ভিডিও ভাইরাল

শীত নিবারণের আগুনে পুড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন