হোম > সারা দেশ > শরীয়তপুর

প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা। এরই মধ্যে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ শেষ হয়েছে। শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ছয়টি পূজা মণ্ডপে হবে শারদীয় দুর্গা পূজা। 

প্রতিমা শিল্পী সুরেশ পাল জানান, বাবা ছিরু পালের হাত ধরে এই কাজ শিখেছেন তিনি। তাঁর মারা যাওয়ার পর থেকে তিনি প্রায় ২০ বছর ধরে এ পেশায় আছেন। এ বছর তিনি তিনটি মণ্ডপের প্রতিমা তৈরির কাজ পেয়েছেন। প্রতিটিতে ২৫ থেকে ৩০ হাজার টাকা করে পাবেন। তিনি জানান, সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাঁদা মাটি, খড়, কাঠ, বাঁশ ও সুতলি দিয়ে প্রতিমা তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। 

সুরেশ পাল বলেন, 'মাটির কাজ শেষ শেষ করেছি। এখন বাকি রঙের কাজ।' 

ডামুড্যা উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক মিশর পাল বলেন, 'উপজেলার ছয়টি ভিন্ন ভিন্ন স্পটে মোট ছয়টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা উদ্যাপনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। প্রতিটি মণ্ডপের প্রতিমা তৈরির প্রাথমিক কাজ সমাপ্ত হয়েছে। এখন শুধু রঙের কাজ বাকি। আগামী ২৬ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে দেবী বন্দনা। অনুষ্ঠান পাঁচ দিন ধরে চলবে। ৩০ সেপ্টেম্বর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে শারদীয় দুর্গা পূজা। 
 
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ বলেন, 'পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে টহল টিম সতর্ক অবস্থানে থেকে সার্বক্ষণিক মাঠে কাজ করবেন।'  

শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার ২ আসামির মৃত্যুদণ্ড

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

শরীয়তপুরে বিস্ফোরণ: বোমা তৈরির উপকরণ ও আলামত সংগ্রহ, ৩৮টি বোমা নিষ্ক্রিয়

শরীয়তপুরে বিস্ফোরণ: আরেকজনের মৃত্যু, ঢাকা থেকে গেছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবকের কবজি বিচ্ছিন্ন

শরীয়তপুরে ব্যবসায়ী খোকন দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

শরীয়তপুরে হামলায় অগ্নিদগ্ধ ব্যবসায়ী খোকন দাস মারা গেলেন

শরীয়তপুরে ব্যবসায়ীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার চেষ্টা

শরীয়তপুরে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের পর এনসিপির কার্যালয় তছনছ, বাড়িঘরে হামলা-ভাঙচুর

শরীয়তপুরে ছাত্রদল-এনসিপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ১০