হোম > সারা দেশ > শরীয়তপুর

দাদির সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশু!

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে বিথি আক্তার (৬) নামে এক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। । গোসাইরহাট ও বরিশালের ফায়ার সার্ভিসের দুটি দল দুদিন ধরে অভিযান চালালেও উদ্ধার হয়নি নিখোঁজ শিশুটি। গত রোববার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে উপজেলার গোসাইরহাট ইউনিয়নের পদ্মার শাখা নদীতে।

বিথি আক্তার গোসাইরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাবুল জমাদ্দারের মেয়ে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বলছে, বিথি আক্তার তার দাদি মজিতুন্নেসার (৫৫) সঙ্গে বাড়ির পাশের নদীতে গোসল করতে যায়। শিশুটিকে গোসল করিয়ে নদীর পাড়ে রেখে তার দাদি গোসল শেষে কাপড় পাল্টাতে একটু ওপরে যায়। সেই মুহূর্তে পানির ঢেউয়ে মেয়েটি ডুবে যায়। তাকে দেখতে না পেয়ে তার দাদি চিৎকার করে তাকে ডাকতে থাকে এবং স্থানীয়রা চেঁচামেচি শুনতে পেয়ে এসে খোঁজাখুঁজি করেও তাকে আর পায়নি। গোসাইরহাট ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে অবহিত করে। বরিশাল ও গোসাইরহাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ ১৬ ঘণ্টা যাবৎ উদ্ধার অভিযান চালায়। এতেও শিশুটির কোনো সন্ধান মেলেনি।

গোসাইরহাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত) আব্দুল হাকিম খান বলেন, গোসাইরহাট ও বরিশালের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা শোনার পরেই এসে নদীতে নেমে কয়েক দফা খোঁজাখুঁজি করেছে। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় নিখোঁজ শিশুটিকে এখনো পাওয়া সম্ভব হয়নি। দুই দিন যাবৎ উদ্ধার অভিযান চালিয়েও খোঁজ না পাওয়ায় উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। 

শীত নিবারণের আগুনে পুড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারকালে হাসপাতালের ২ কর্মচারী আটক

অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু

পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়েতে চিনির ট্রাকে অগ্নিসংযোগ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

‘সুদে ১৭ লাখ নিয়ে ১৮ লাখ টাকা ফেরত দিয়েছি, তবুও বাড়ি দখল’

ছুটিতে গেলেন সেই বিচারক

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু: শৈশবেই এতিম, ভাইয়ের সংসারও সামলাতেন আবুল কালাম

নিষেধাজ্ঞা অমান্য করে জাজিরায় প্রকাশ্যে চলছে ইলিশ বেচাকেনা