হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্র নিহত

শরীয়তপুর প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় নিহত রোহান শেখ। ছবি: সংগৃহীত

শরীয়তপুর শহরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে রোহান শেখ (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে শরীয়তপুর-ঢাকা সড়কের ফায়ার সার্ভিসের জেলা কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রোহান শেখ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উত্তর বালুচড়া এলাকার বাসিন্দা। তার বাবা এ টি এম জাহিদ শরীয়তপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (সিভিল) ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) শরীয়তপুর জেলা শাখার সহসভাপতি এবং মা নাছরিন সুলতানা জেলার আঙ্গারিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে নিজের মোটরসাইকেল মেরামতের জন্য বাসা থেকে বের হয় রোহান। মেরামত শেষে বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল সে। ফায়ার সার্ভিসের জেলা কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা আরেকটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় রোহানের মোটরসাইকেলের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় রোহান। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা আগারগাঁও মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানেই রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রোহান। আজ সকাল ১০টায় শরীয়তপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শরীয়তপুর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি।

শরীয়তপুরে ব্যবসায়ী খোকন দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

শরীয়তপুরে হামলায় অগ্নিদগ্ধ ব্যবসায়ী খোকন দাস মারা গেলেন

শরীয়তপুরে ব্যবসায়ীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার চেষ্টা

শরীয়তপুরে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের পর এনসিপির কার্যালয় তছনছ, বাড়িঘরে হামলা-ভাঙচুর

শরীয়তপুরে ছাত্রদল-এনসিপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ১০

শরীয়তপুরে এনসিপির মশাল মিছিল

শরীয়তপুরে মুক্তিযোদ্ধার কবরস্থানে আগুন দেওয়ার অভিযোগ

ভোটারদের হুমকি দেওয়া ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে শোকজ

পদ্মা সেতুতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, হেলপার নিহত

শরীয়তপুরের ৩ আসন: আওয়ামী লীগের ঘাঁটি দখলে মরিয়া বিএনপি-জামায়াত