হোম > সারা দেশ > শরীয়তপুর

নির্যাতন করে ৭২ লাখ টাকা আদায়: ২ পুলিশ কর্মকর্তার ক্ষমার আবেদন নিলেন না হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও আসামি এবং তাঁদের স্বজনদের নির্যাতন চালিয়ে ৭২ লাখ টাকা আদায়ের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তার ক্ষমার আবেদন গ্রহণ করেননি হাইকোর্ট। 

নির্দেশ অনুযায়ী রোববার (৬ আগস্ট) শরীয়তপুরের নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির ও পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান হাজির হন। শুনানিতে হাইকোর্ট বলেন, ‘নিঃশর্ত ক্ষমার আবেদন গ্রহণ করার সুযোগ নেই।’

এদিকে উচ্চ আদালত থেকে জামিনে থাকার পরও আসামিদের কারাগারে পাঠানোর ঘটনার ব্যাখ্যা দিতে শরীয়তপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল ইমরানকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২০ আগস্ট তাকে সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে। 

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে দুই পুলিশ কর্মকর্তার পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

উল্লেখ্য, হাইকোর্ট থেকে জামিন নেওয়া আসামি এবং তাঁদের স্বজনদের থানায় আটকে নির্যাতন করে ৭২ লাখ টাকার চেক লিখে নেওয়ার ঘটনায় শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শরীয়তপুরের ৩ আসন: আওয়ামী লীগের ঘাঁটি দখলে মরিয়া বিএনপি-জামায়াত

জামায়াতকে ভোট দিলে শান্তিতে থাকতে দেব না: বিএনপি নেতার ভিডিও ভাইরাল

শীত নিবারণের আগুনে পুড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারকালে হাসপাতালের ২ কর্মচারী আটক

অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু

পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়েতে চিনির ট্রাকে অগ্নিসংযোগ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

‘সুদে ১৭ লাখ নিয়ে ১৮ লাখ টাকা ফেরত দিয়েছি, তবুও বাড়ি দখল’

ছুটিতে গেলেন সেই বিচারক