হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুর বারে বিএনপি-সমর্থিত প্যানেল জয়ী

শরীয়তপুর প্রতিনিধি

জাহাঙ্গীর আলম কাশেম, কামরুল হাসান। ছবি: সংগৃহীত

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে। আজ বুধবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. সিরাজুল হক আকন্দ এ ঘোষণা দেন।

এতে সভাপতি হয়েছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।

সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট জালাল আহমেদ সবুজ ও অ্যাডভোকেট আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সেলিম আহমেদ, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক এনাম, অর্থ সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন হাওলাদার, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট এইচ এম লোকমান হোসাইন, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট জাকির হুসাইন ও অডিট সম্পাদক অ্যাডভোকেট জাফর ইকবাল মাসুদ নির্বাচিত হন।

সদস্য হয়েছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন মোল্লা, অ্যাডভোকেট মাহবুবুর রহমান স্বপন, অ্যাডভোকেট জাকির হোসাইন তালুকদার, অ্যাডভোকেট জয়নাল আবেদীন ও অ্যাডভোকেট মুনিরা আক্তার।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট সিরাজুল হক আকন্দ, অতিরিক্ত প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রাশিদুল হাসান মাসুম, নির্বাচন কমিশনার অ্যাডভোকেট লুৎফর রহমান ঢালী, অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনির ও অ্যাডভোকেট মনোয়ার হোসেন।

উল্লেখ্য, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাইয়ে শেষ দিন আজ। আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২২ ফেব্রুয়ারি ছিল ভোট গ্রহণের দিন।

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় আবারও রোগীর মৃত্যু

শরীয়তপুরে বিস্ফোরণে আহত আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে তিন

শরীয়তপুরে বিস্ফোরণ: আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে ৩

শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার ২ আসামির মৃত্যুদণ্ড

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

শরীয়তপুরে বিস্ফোরণ: বোমা তৈরির উপকরণ ও আলামত সংগ্রহ, ৩৮টি বোমা নিষ্ক্রিয়

শরীয়তপুরে বিস্ফোরণ: আরেকজনের মৃত্যু, ঢাকা থেকে গেছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবকের কবজি বিচ্ছিন্ন

শরীয়তপুরে ব্যবসায়ী খোকন দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

শরীয়তপুরে হামলায় অগ্নিদগ্ধ ব্যবসায়ী খোকন দাস মারা গেলেন