হোম > সারা দেশ > শরীয়তপুর

চুরি করা মোটরসাইকেলসহ যুবক আটক

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় চুরি করা মোটরসাইকেলসহ মো. সিয়াম (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার সাতমাটিয়া এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। আটককৃত সিয়ামের বিরুদ্ধে গোসাইরহাট থানায় মামলা দায়েরের পর দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

আটক মো. সিয়াম বরিশালের বালিয়াতলী এলাকার শাহেন শরিফের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক। 

স্থানীয় ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই বিকেলে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া গ্রামের মৃত আব্দুল মালেক সরদারের ছেলে আল মাসুদের বাড়ির সামনে থেকে তাঁর পালসার মোটরসাইকেলটির তালা ভেঙে চুরি হয়ে যায়। পরে থানায় জিডি করাসহ মোটরসাইকেল চুরির ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরেন তিনি। রোববার সকালে সাতমাটিয়া এলাকায় অটোরিকশাচালক সিয়ামের কাছে পালসার মোটরসাইকেল দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। সিয়াম বরিশালের মাদ্রাসা বাজার এলাকা থেকে একজন যাত্রীসহ গোসাইরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয়রা তাকে আটকে রাখে এবং এর মধ্যেই ফেসবুকে পোস্টদাতা মোটরসাইকেলের মালিক আল মাসুদকে খবর দেয়। খবর শুনে আল মাসুদ ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁর মোটরসাইকেল শনাক্ত করে। পরে সিয়ামকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

মোটরসাইকেলটির মালিক আল মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘পুরোনো চাবি দিয়ে আমার মোটরসাইকেলটির তালা খুলে চুরি করা হয়। পরে গাড়ির নম্বর প্লেট ও লুকিং গ্লাস খুলে ফেলে চোর। স্থানীয়রা আটক চোরকে আটক করে আমাকে খবর দিলে গিয়ে আমার গাড়ি শনাক্ত করি।’ 

এ বিষয়ে গোসাইরহাট থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আটককৃত সিয়ামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁকে আদালতে তোলা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’ 

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় আবারও রোগীর মৃত্যু

শরীয়তপুরে বিস্ফোরণে আহত আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে তিন

শরীয়তপুরে বিস্ফোরণ: আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে ৩

শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার ২ আসামির মৃত্যুদণ্ড

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

শরীয়তপুরে বিস্ফোরণ: বোমা তৈরির উপকরণ ও আলামত সংগ্রহ, ৩৮টি বোমা নিষ্ক্রিয়

শরীয়তপুরে বিস্ফোরণ: আরেকজনের মৃত্যু, ঢাকা থেকে গেছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবকের কবজি বিচ্ছিন্ন

শরীয়তপুরে ব্যবসায়ী খোকন দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

শরীয়তপুরে হামলায় অগ্নিদগ্ধ ব্যবসায়ী খোকন দাস মারা গেলেন