হোম > সারা দেশ > শরীয়তপুর

সোলার প্যানেলে বজ্রপাত, ভাইস চেয়ারম্যানের কক্ষে ব্যাটারি বিস্ফোরণ

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

বজ্রপাতের সঙ্গে সঙ্গে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কক্ষে ব্যাটারি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোলার প্যানেলের ওপর অথবা খুব কাছে বজ্রপাতের ফলে সংযুক্ত ব্যাটারিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে কেউ হতাহত হয়নি। 

আজ রোববার সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে সোলার প্যানেলের সঙ্গে যুক্ত ১টি ব্যাটারি ও মেশিন পুড়ে গেছে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী উপজেলা পরিষদের সিএ সুবল বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে প্রচণ্ড ঝড়বৃষ্টি চলাকালে বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদের ছাদে রাখা সোলার প্যানেলের সঙ্গে সংযুক্ত ভাইস চেয়ারম্যানের কক্ষে থাকা ছয়টি ব্যাটারির মধ্যে একটি ব্যাটারি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় সম্পূর্ণ ঘর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ব্যাটারির অ্যাসিড কক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে।’ 

সুবল বিশ্বাস আরও বলেন, ‘এ সময় ভাইস চেয়ারম্যান বা মহিলা ভাইস চেয়ারম্যান কেউই কক্ষে উপস্থিত ছিলেন না। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে কিছুক্ষণ পর তারা চলে আসে। তারা বিদ্যুতের সকল সংযোগ বন্ধ রাখতে বলেন। পরে খবর শুনে ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের ঘটনাস্থলে আসেন।’ 

 

অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু

পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়েতে চিনির ট্রাকে অগ্নিসংযোগ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

‘সুদে ১৭ লাখ নিয়ে ১৮ লাখ টাকা ফেরত দিয়েছি, তবুও বাড়ি দখল’

ছুটিতে গেলেন সেই বিচারক

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু: শৈশবেই এতিম, ভাইয়ের সংসারও সামলাতেন আবুল কালাম

নিষেধাজ্ঞা অমান্য করে জাজিরায় প্রকাশ্যে চলছে ইলিশ বেচাকেনা

শরীয়তপুর জেলা হাসপাতালে ব্লাড ব্যাংক উদ্বোধন

ঢাকার হত্যা মামলায় কারাগারে শরীয়তপুরের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা মোজাম্মেল

শরীয়তপুরে আলোচিত তায়েবা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন