হোম > সারা দেশ > শরীয়তপুর

পাওনা টাকা না দেওয়ায় হামলার অভিযোগ

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় পাওনা টাকা না দেওয়ায় দুই গৃহবধূর ওপর হামলার অভিযোগ উঠেছে। আহতদের স্বজনেরা বলছেন, তাদের ওপর বোমা হামলা করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আহত দুই গৃহবধূ হলেন—লক্ষ্মীপুর গ্রামের আবদুস ছালাম ব্যাপারীর স্ত্রী নুরুন্নাহার (৪৫) ও আবু আলম ব্যাপারীর স্ত্রী কুলসুম বেগম (৩০)। 

পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের কবির ঢালীর ছেলে শাওন ঢালী (২২) নামের এক যুবককে আটক করেছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের ঢালীরহাট এলাকার মামুন জমাদ্দার (৫৬) পাওনা টাকা আদায়ের জন্য ৪-৫ জন যুবককে আবদুস সালাম ব্যাপারীর বাড়িতে পাঠায়। এ সময় আবদুস সালাম ব্যাপারীকে বাড়িতে না পেয়ে তাঁর স্ত্রী ও মেয়েকে পাওনা ৫ হাজার টাকা টাকা দিতে বলেন। আবদুস সালাম ব্যাপারীর স্ত্রী নুরুন্নাহার কয়েক দিন পর টাকা দেওয়ার কথা জানান। 

টাকা না পাওয়ায় জোরপূর্বক তাঁদের গরু-ছাগল নিয়ে যেতে চাইলে আবদুস সালাম ব্যাপারীর স্ত্রী বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে শাওন ঢালী নুরুন্নাহার ও তাঁর মেয়ে ফাতেমা আক্তারকে মারধর করেন। এ সময় আবদুস সালাম ব্যাপারীর ছোট ভাই আবু আলম ব্যাপারীর স্ত্রী কুলসুম বেগমসহ প্রতিবেশীরা এগিয়ে এলে শাওন ঢালী বোমা হামলা করেছেন বলে দাবি ভুক্তভোগীদের। বোমার আঘাতে নুরুন্নাহার ও কুলসুম বেগমের হাত ও পায়ে জখম হয়। 

স্থানীয় ইউপি মেম্বার মো. বসির উদ্দিন আকন আজকের পত্রিকাকে বলেন, পাওনা টাকা আদায়ের জন্য শাওন ব্যাপারীর নেতৃত্বে কয়েকজন যুবক আবদুস সালাম ব্যাপারীর বাড়িতে যায়। বাড়িতে কোনো পুরুষ লোক না থাকায় এবং পরিবারের লোকজন টাকা দিতে না পারায় তাদের গরু-ছাগল নিয়ে যেতে চায়। আবদুস সালাম ব্যাপারীর স্ত্রী বাধা দিলে শাওন ব্যাপারীসহ অন্য যুবকেরা বোমা হামলা করেন। আহতদের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আহত নুরুন্নাহারের স্বামী আবদুস সালাম ব্যাপারী বলেন, ‘লক্ষ্মীপুরের ঢালীরহাট এলাকার মামুন জমাদ্দার পাওনা ৫ হাজার টাকা চাইতে তাঁর আত্মীয় কবির ঢালীর ছেলে শাওন ঢালীর নেতৃত্বে কয়েকজন যুবককে আমার বাড়িতে পাঠায়। টাকা দিতে না পারায় তাঁরা জোরপূর্বক আমার গৃহপালিত গরু-ছাগল নিয়ে যেতে চাই। আমার স্ত্রী-সন্তান ও প্রতিবেশীরা বাঁধা দিলে তাঁরা বোমা হামলা করে।’ 

এ বিষয়ে জানতে মোবাইল ফোনে মামুন জমাদ্দারকে একাধিকবার কল করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। 

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর শুনে আহতদের দেখতে পুলিশ হাসপাতালে গিয়েছিল। ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত শাওন নামের এক যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। লিখিত অভিযোগ এখনো হাতে পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

শীত নিবারণের আগুনে পুড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারকালে হাসপাতালের ২ কর্মচারী আটক

অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু

পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়েতে চিনির ট্রাকে অগ্নিসংযোগ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

‘সুদে ১৭ লাখ নিয়ে ১৮ লাখ টাকা ফেরত দিয়েছি, তবুও বাড়ি দখল’

ছুটিতে গেলেন সেই বিচারক

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু: শৈশবেই এতিম, ভাইয়ের সংসারও সামলাতেন আবুল কালাম

নিষেধাজ্ঞা অমান্য করে জাজিরায় প্রকাশ্যে চলছে ইলিশ বেচাকেনা