হোম > সারা দেশ > শরীয়তপুর

ছাত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে প্রধান শিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর সদরে ছাত্রী আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করা হয়েছিল একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পরে আজ শুক্রবার বেলা ১২টার দিকে সেই মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ শিক্ষক সমিতি শরীয়তপুর জেলা শাখা। জেলা সদরের সুবচনী উচ্চ বিদ্যালয়ের সুরভি আক্তার নামে দশম শ্রেণির ছাত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট রুদ্রকর ইউনিয়নের চর লক্ষ্মীনারায়ণ গ্রামে নিজ বাড়িতে আত্মহত্যা করে দশম শ্রেণির শিক্ষার্থী সুরভি আক্তার। ওই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে পালং মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন সুরভির বাবা জাহাঙ্গীর ওঝা। 

নিহতের পরিবারের অভিযোগ, একই শিক্ষাপ্রতিষ্ঠানের সহপাঠী আল আমিনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সুরভির। বিষয়টি জানতে পেরে আল আমিনের মা পারভীন বেগম ও ভাই পারভেজ তালুকদার বিদ্যালয়ের গিয়ে সুরভিকে জুতাপেটা করেন। পরে প্রধান শিক্ষক নাসির উদ্দিন সুরভিকে গালমন্দ করে টিসি দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। আল আমিনের মা ও ভাই সুরভিদের বাড়ি গিয়ে পুনরায় গালাগালি করেন। বিষয়টি সহ্য করতে না পেরে ওই দিন দুপুরে আত্মহত্যা করে সুরভি। এ ঘটনায় সুরভির বাবা জাহাঙ্গীর ওঝা আল আমিন, তার ভাই পারভেজ, মা পারভীন ও প্রধান শিক্ষক নাসির উদ্দিনের নাম উল্লেখ করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। 

মামলা প্রত্যাহারের দাবিতে জেলা শহরের আঙ্গারিয়া-মনোহরবাজার সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন শিক্ষক সমিতির চার শতাধিক শিক্ষক। মানববন্ধন শেষে শহরের গুরুত্বপূর্ণ ওই সড়কে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষক সমিতির নেতারা। মানববন্ধনে দ্রুত সময়ের মধ্যে সঠিক তদন্ত করে মামলায় উদ্দেশ্যমূলকভাবে জড়ানো প্রধান শিক্ষক নাসির উদ্দিন শিকদারের নাম প্রত্যাহারের দাবি জানান শিক্ষকেরা। 

শরীয়তপুরে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের পর এনসিপির কার্যালয় তছনছ, বাড়িঘরে হামলা-ভাঙচুর

শরীয়তপুরে ছাত্রদল-এনসিপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ১০

শরীয়তপুরে এনসিপির মশাল মিছিল

শরীয়তপুরে মুক্তিযোদ্ধার কবরস্থানে আগুন দেওয়ার অভিযোগ

ভোটারদের হুমকি দেওয়া ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে শোকজ

পদ্মা সেতুতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, হেলপার নিহত

শরীয়তপুরের ৩ আসন: আওয়ামী লীগের ঘাঁটি দখলে মরিয়া বিএনপি-জামায়াত

জামায়াতকে ভোট দিলে শান্তিতে থাকতে দেব না: বিএনপি নেতার ভিডিও ভাইরাল

শীত নিবারণের আগুনে পুড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন