হোম > সারা দেশ > শরীয়তপুর

৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম-খুলনা আঞ্চলিক সড়কে যান চলাচল শুরু

শরীয়তপুর প্রতিনিধি

কালভার্ট দেবে যাওয়ার ৩৬ ঘণ্টা পর চট্টগ্রাম-খুলনা ভায়া শরীয়তপুর আঞ্চলিক সড়কে যান চলাচল শুরু হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে ক্ষতিগ্রস্ত কালভার্টটির ওপর নতুন একটি বেইলি সেতুর নির্মাণকাজ শেষে সড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে। 

গত মঙ্গলবার সকাল ৯টার দিকে একটি লোহা বোঝাই ট্রাক পার হতে গিয়ে শরীয়তপুরের মধ্যপারা কালভার্টটির প্রায় ১০ ফুট অংশ দেবে যায়। এরপর থেকেই বন্ধ হয়ে যায় এই সড়কে যান চলাচল। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় সড়কের প্রায় ৬ কিলোমিটার এলাকাব্যাপী আটকা পড়ে অন্তত ৪ শতাধিক পণ্যবাহী যানবাহন। 

শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগ জানায়, কালভার্টটি পুরোনো হওয়ার আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। অধিক ওজন বহনকারী ট্রাক পার হতে গিয়ে কালভার্টের কিছু অংশ দেবে যায়। আরসিসি পুরোনো কালভার্ট হওয়ায় এটি সংস্কার করা সম্ভব নয়। তাই সড়কে দ্রুত সময়ে যানচলাচল স্বাভাবিক করতে ক্ষতিগ্রস্ত কালভার্টটির ওপরে বেইলি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সেতু নির্মাণ শেষে সেতুর উভয় পাশে সংযোগ সড়ক তৈরি করতে হয়েছে। তাই সড়কটি চালু হতে কিছুটা বিলম্ব হয়েছে। 

উল্লেখ্য এই সড়ক দিয়ে চট্টগ্রামের সঙ্গে খুলনা, বরিশাল, বেনাপোলসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যানবাহন চলাচল করে থাকে। 

শরীয়তপুরে অ্যাম্বুলেন্সের ভেতর রোগী মৃত্যুর ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেপ্তার

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় আবারও রোগীর মৃত্যু

শরীয়তপুরে বিস্ফোরণে আহত আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে তিন

শরীয়তপুরে বিস্ফোরণ: আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে ৩

শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার ২ আসামির মৃত্যুদণ্ড

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

শরীয়তপুরে বিস্ফোরণ: বোমা তৈরির উপকরণ ও আলামত সংগ্রহ, ৩৮টি বোমা নিষ্ক্রিয়

শরীয়তপুরে বিস্ফোরণ: আরেকজনের মৃত্যু, ঢাকা থেকে গেছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবকের কবজি বিচ্ছিন্ন

শরীয়তপুরে ব্যবসায়ী খোকন দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন