শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে দুপুর ১২টা থেকে পরে আছে এক বৃদ্ধের মরদেহ। সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালের করিডরে বৃদ্ধের নিথর দেহ পরে থাকলেও কোন স্বজন বা পরিচিতজনের দেখা পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃদ্ধের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহত বৃদ্ধের পরিচয় নিশ্চিত হতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল রোববার বেলা ১২টার দিকে কে বা কারা হাসপাতালের জরুরি বিভাগের সামনে বৃদ্ধকে ফেলে রেখে যায়। বিষয়টি নজরে এলে হাসপাতালের নার্স ও ব্রাদার বৃদ্ধকে ট্রলিতে করে জরুরি বিভাগে নিয়ে আসেন। জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আকরাম এলাহী বৃদ্ধকে মৃত শনাক্ত করেন।
খবর পেয়ে রোববার বেলা ২টার দিকে হাসপাতালে আসেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই ও পালং মডেল থানার অফিসার ইনচার্জ আকতার হোসেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আকরাম এলাহী আজকের পত্রিকাকে বলেন, ‘নার্স ও ব্রাদাররা বৃদ্ধকে জরুরি বিভাগের বাইরে পরে থাকতে দেখে জরুরি বিভাগে নিয়ে আসে। পরীক্ষা করে দেখতে পাই তিনি মারা গেছেন। ধারণা করছি তখন থেকে আরও দেড় থেকে দুই ঘণ্টা আগেই তাঁর মৃত্যু হয়েছে। নিহতের শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন দেখতে পাইনি।’
পালং মডেল থানার অফিসার ইনচার্জ আকতার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। তাঁর পরিচয় নিশ্চিত হতে পারেনি। নিহত বৃদ্ধের পরিচয় শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ। বিভিন্ন জায়গায় খোঁজ করে তাঁর পরিচয় নিশ্চিত হতে চেষ্টা করছি। পরিচয় না পাওয়া গেলে পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পৌর কবরস্থানে বেওয়ারিশ লাশ হিসেবে তাঁকে দাফন করা হবে।’