হোম > সারা দেশ > শরীয়তপুর

গোসাইরহাটে ইলিশ ধরার অভিযোগে ১০ জেলে আটক

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় নদীতে ইলিশ ধরার অভিযোগে ১০ জেলেকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ৮ জনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার গোসাইরহাট উপজেলার আওতাধীন পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর রাত পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, ক্রয়-বিক্রয় এবং পরিবহন করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে বৃহস্পতিবার পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। গোসাইরহাট থানা পুলিশের একটি দলের সহযোগিতায় অভিযান চালায় উপজেলা মৎস অফিস। অভিযানে উপজেলার আলাওলপুর, ঠান্ডারবাজার ও কোদালপুর লঞ্চঘাট থেকে নদী থেকে মাছ শিকার করা অবস্থায় ১০ জন জেলেকে আটক করা হয়।

গোসাইরহাট উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ইলিশ ধরা বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজও অভিযান চালানো হয়েছে। অভিযানে ১০ জন জেলেকে আটক করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হুসাইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ জনকে এক বছর করে কারাদণ্ড দেন। আর ১৮ বছরের কম বয়স হওয়ায় দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

শরীয়তপুরে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের পর এনসিপির কার্যালয় তছনছ, বাড়িঘরে হামলা-ভাঙচুর

শরীয়তপুরে ছাত্রদল-এনসিপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ১০

শরীয়তপুরে এনসিপির মশাল মিছিল

শরীয়তপুরে মুক্তিযোদ্ধার কবরস্থানে আগুন দেওয়ার অভিযোগ

ভোটারদের হুমকি দেওয়া ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে শোকজ

পদ্মা সেতুতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, হেলপার নিহত

শরীয়তপুরের ৩ আসন: আওয়ামী লীগের ঘাঁটি দখলে মরিয়া বিএনপি-জামায়াত

জামায়াতকে ভোট দিলে শান্তিতে থাকতে দেব না: বিএনপি নেতার ভিডিও ভাইরাল

শীত নিবারণের আগুনে পুড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন