হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে নিজ ঘরে নারীকে গলা কেটে হত্যা

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জে নিহত ব্যক্তির স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুরের ভেদরগঞ্জে নিজ ঘরে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বাড়ৈ জঙ্গল গ্রামে গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম মুক্তা বেগম (৫০)। তিনি ওই গ্রামের আব্দুল মান্নান গাজীর স্ত্রী। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আজ বুধবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বাড়িতে স্বামী-স্ত্রী থাকতেন। ছেলে মালয়েশিয়াপ্রবাসী আর মেয়ে স্বামীর সঙ্গে ঢাকায় থাকেন। বাড়িটির আশপাশে ২০০ মিটারের মধ্যে অন্য কোনো বাড়িঘর নেই। গতকাল রাতে আব্দুল মান্নান মসজিদে তারাবির নামাজ পড়ে বাড়ি ফিরে দেখেন তাঁর স্ত্রীর গলাকাটা লাশ খাটের ওপর পড়ে রয়েছে। পরে মান্নানের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। এ খবর ছড়িয়ে পড়লে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় যে গ্রামে ডাকাত পড়েছে।

আব্দুল মান্নান বলেন, ‘আমার কোনো শত্রু নাই। কে আমার সর্বনাশ করল বলতে পারছি না। আমার ঘর থেকে কিছু চুরি হয়েছে কি না, তা–ও বলতে পারছি না। আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’

এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ হাসান সেলিম বলেন, ‘নিজ ঘর থেকে মুক্তা বেগম নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থলের আলামত সংগ্রহ করেছে। ডাকাতির ঘটনা বলে যে প্রচার চালানো হয়েছে, সেটা এখনো আমরা নিশ্চিত নই। তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করা হবে।’

শরীয়তপুরে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের পর এনসিপির কার্যালয় তছনছ, বাড়িঘরে হামলা-ভাঙচুর

শরীয়তপুরে ছাত্রদল-এনসিপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ১০

শরীয়তপুরে এনসিপির মশাল মিছিল

শরীয়তপুরে মুক্তিযোদ্ধার কবরস্থানে আগুন দেওয়ার অভিযোগ

ভোটারদের হুমকি দেওয়া ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে শোকজ

পদ্মা সেতুতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, হেলপার নিহত

শরীয়তপুরের ৩ আসন: আওয়ামী লীগের ঘাঁটি দখলে মরিয়া বিএনপি-জামায়াত

জামায়াতকে ভোট দিলে শান্তিতে থাকতে দেব না: বিএনপি নেতার ভিডিও ভাইরাল

শীত নিবারণের আগুনে পুড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন