হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুর জেলা কারাগারে বন্দী ভারতীয় নাগরিকের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর জেলা কারাগারে বন্দী বাবুল সিং (৩৮) নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আজ রোববার সকালে হাসপাতালে চিকিৎসকেরা ময়নাতদন্ত শেষে ওই ভারতীয় নাগরিকের মরদেহ কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের অতিরিক্ত জেল সুপারের দায়িত্বে থাকা, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহিম। 

গত বছর ১৭ জুন পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে সন্দেহভাজন হিসেবে তাঁকে আটক করা হয়। এরপর অনুপ্রবেশ আইনে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশের করা মামলায় ওই দিনই তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। 

শরীয়তপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, বাবুল সিং বেশ কিছুদিন যাবৎ শারীরিক দুর্বলতায় ভুগছিলেন। গতকাল রাত ১০টার দিকে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে কারাগার থেকে তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহিম আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতীয় বন্দী নাগরিক বাবুল সিংকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। আজ (রোববার) সকালে লাশ সুরতহাল করা হয়েছে। কেন্দ্রীয় কারাগারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় আবারও রোগীর মৃত্যু

শরীয়তপুরে বিস্ফোরণে আহত আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে তিন

শরীয়তপুরে বিস্ফোরণ: আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে ৩

শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার ২ আসামির মৃত্যুদণ্ড

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

শরীয়তপুরে বিস্ফোরণ: বোমা তৈরির উপকরণ ও আলামত সংগ্রহ, ৩৮টি বোমা নিষ্ক্রিয়

শরীয়তপুরে বিস্ফোরণ: আরেকজনের মৃত্যু, ঢাকা থেকে গেছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবকের কবজি বিচ্ছিন্ন

শরীয়তপুরে ব্যবসায়ী খোকন দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

শরীয়তপুরে হামলায় অগ্নিদগ্ধ ব্যবসায়ী খোকন দাস মারা গেলেন