হোম > সারা দেশ > শরীয়তপুর

ভেদরগঞ্জ পৌরসভায় দুদকের অভিযান, নথিপত্র জব্দ

শরীয়তপুর প্রতিনিধি

ভেদরগঞ্জ পৌরসভায় দুদকের অভিযান। ছবি: সংগৃহীত

পৌর ভবন নির্মাণ ও অফিস সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগসহ নানান অভিযোগে শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৭ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১টা ভেদরগঞ্জ পৌর ভবনে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত মাদারীপুর কার্যালয়ের পাঁচ সদস্যের একটি টিম।

অভিযানকালে অনিয়ম দুর্নীতির বিভিন্ন আলামত ও নথিপত্র জব্দ করেছে সংস্থাটি।

অভিযান শেষে দুদক সমন্বিত মাদারীপুর কার্যালয়ের উপসহকারী পরিচালক সাইদুর রহমান অপু সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে ভেদরগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ভবন নির্মাণ, নিয়োগ পরীক্ষায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে দুদক মাদারীপুর কার্যালয়ের পাঁচ সদস্যের একটি দল ভেদরগঞ্জ পৌরসভায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পৌরসভার কর্মকর্তাদের কাছ থেকে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করে দুদক।

সাইদুর রহমান অপু বলেন, প্রাথমিকভাবে পৌর ভবন নির্মাণ ও অফিস সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের আভাস মিলেছে। নথিপত্র যাচাই-বাছাই শেষে বিস্তারিত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় সারা দেশের মতো ভেদরগঞ্জ পৌরসভায় আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে।

শরীয়তপুরে ব্যবসায়ীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার চেষ্টা

শরীয়তপুরে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের পর এনসিপির কার্যালয় তছনছ, বাড়িঘরে হামলা-ভাঙচুর

শরীয়তপুরে ছাত্রদল-এনসিপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ১০

শরীয়তপুরে এনসিপির মশাল মিছিল

শরীয়তপুরে মুক্তিযোদ্ধার কবরস্থানে আগুন দেওয়ার অভিযোগ

ভোটারদের হুমকি দেওয়া ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে শোকজ

পদ্মা সেতুতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, হেলপার নিহত

শরীয়তপুরের ৩ আসন: আওয়ামী লীগের ঘাঁটি দখলে মরিয়া বিএনপি-জামায়াত

জামায়াতকে ভোট দিলে শান্তিতে থাকতে দেব না: বিএনপি নেতার ভিডিও ভাইরাল

শীত নিবারণের আগুনে পুড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু