হোম > সারা দেশ > শরীয়তপুর

ভেদরগঞ্জ পৌরসভায় দুদকের অভিযান, নথিপত্র জব্দ

শরীয়তপুর প্রতিনিধি

ভেদরগঞ্জ পৌরসভায় দুদকের অভিযান। ছবি: সংগৃহীত

পৌর ভবন নির্মাণ ও অফিস সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগসহ নানান অভিযোগে শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৭ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১টা ভেদরগঞ্জ পৌর ভবনে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত মাদারীপুর কার্যালয়ের পাঁচ সদস্যের একটি টিম।

অভিযানকালে অনিয়ম দুর্নীতির বিভিন্ন আলামত ও নথিপত্র জব্দ করেছে সংস্থাটি।

অভিযান শেষে দুদক সমন্বিত মাদারীপুর কার্যালয়ের উপসহকারী পরিচালক সাইদুর রহমান অপু সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে ভেদরগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ভবন নির্মাণ, নিয়োগ পরীক্ষায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে দুদক মাদারীপুর কার্যালয়ের পাঁচ সদস্যের একটি দল ভেদরগঞ্জ পৌরসভায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পৌরসভার কর্মকর্তাদের কাছ থেকে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করে দুদক।

সাইদুর রহমান অপু বলেন, প্রাথমিকভাবে পৌর ভবন নির্মাণ ও অফিস সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের আভাস মিলেছে। নথিপত্র যাচাই-বাছাই শেষে বিস্তারিত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় সারা দেশের মতো ভেদরগঞ্জ পৌরসভায় আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে।

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় আবারও রোগীর মৃত্যু

শরীয়তপুরে বিস্ফোরণে আহত আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে তিন

শরীয়তপুরে বিস্ফোরণ: আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে ৩

শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার ২ আসামির মৃত্যুদণ্ড

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

শরীয়তপুরে বিস্ফোরণ: বোমা তৈরির উপকরণ ও আলামত সংগ্রহ, ৩৮টি বোমা নিষ্ক্রিয়

শরীয়তপুরে বিস্ফোরণ: আরেকজনের মৃত্যু, ঢাকা থেকে গেছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবকের কবজি বিচ্ছিন্ন

শরীয়তপুরে ব্যবসায়ী খোকন দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

শরীয়তপুরে হামলায় অগ্নিদগ্ধ ব্যবসায়ী খোকন দাস মারা গেলেন