হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে বিদ্যুতায়িত হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

স্বর্ণঘোষ গ্রামে ইলেকট্রিশিয়ান আক্তার সরদারের মৃত্যুর খবর পেয়ে প্রতিবেশী, স্বজনেরা তাঁর বাড়িতে ভিড় করেন। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুরে বিদ্যুতায়িত হয়ে আক্তার সরদার (৩০) নামের এক ইলেকট্রিশিয়ানের (বিদ্যুৎ মিস্ত্রি) মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্বর্ণঘোষ গ্রামে এ ঘটনা ঘটে।

আক্তার সরদার ওই গ্রামের মৃত নূর হোসেন সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নিজ এলাকার গিয়াস উদ্দিন সরদারের বাড়িতে বিদ্যুতের কাজে যান আক্তার সরদার।

গিয়াস উদ্দিন সরদার বাড়িতে নতুন একটি পাকা ঘর নির্মাণ করেছেন। তাঁর পুরোনো ঘরের বিদ্যুতের মিটার থেকে নতুন ঘরে বিদুতের সংযোগ দেওয়ার কাজ করছিলেন আক্তার সরদার। একপর্যায়ে বিদ্যুতায়িত হলে স্থানীয় বাসিন্দারা আক্তার সরদারকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক বছর আগে আক্তার সরদারের বাবা নূর হোসেন সরদার মারা গেছেন। তাঁর মা মানসিক প্রতিবন্ধী। তাঁর স্ত্রী, এক ছেলে ও ছোট দুই বোন রয়েছে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, বিদ্যুতায়িত হয়ে আক্তার সরদার নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় আবারও রোগীর মৃত্যু

শরীয়তপুরে বিস্ফোরণে আহত আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে তিন

শরীয়তপুরে বিস্ফোরণ: আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে ৩

শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার ২ আসামির মৃত্যুদণ্ড

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

শরীয়তপুরে বিস্ফোরণ: বোমা তৈরির উপকরণ ও আলামত সংগ্রহ, ৩৮টি বোমা নিষ্ক্রিয়

শরীয়তপুরে বিস্ফোরণ: আরেকজনের মৃত্যু, ঢাকা থেকে গেছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবকের কবজি বিচ্ছিন্ন

শরীয়তপুরে ব্যবসায়ী খোকন দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

শরীয়তপুরে হামলায় অগ্নিদগ্ধ ব্যবসায়ী খোকন দাস মারা গেলেন