হোম > সারা দেশ > শরীয়তপুর

ডামুড্যায় চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে তালা দেন যুবলীগ-ছাত্রলীগের ২ নেতা

শরীয়তপুর প্রতিনিধি

ডামুড্যায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের ডামুড্যায় চাঁদা না দেওয়ায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর দুটি ব্যবসাপ্রতিষ্ঠান দেড় বছর ধরে তালা মেরে রাখার অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রাব্বি আমিনের বিরুদ্ধে। আজ রোববার সকালে উপজেলার সিড্যা আমিন বাজারে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফারুক হোসেন বাবুল ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করেছেন।

আজ রোববার সকাল সাড়ে ৯টায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ফারুক হোসেন বাবুল বলেন, ‘আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। অবসর গ্রহণের টাকা দিয়ে সিড্যা আমিন বাজারে দুটি দোকান কিনি। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে নামজারি করেছি। সবকিছু বৈধ থাকার পরও সিড্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আমিনের দুই ছেলে, ডামুড্যা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রাব্বি আমিন আমার কাছে চাঁদা দাবি করেন।’

ফারুক হোসেন বাবুল বলেন, ‘চাঁদা দিতে অস্বীকার করায় তারা আমার দোকান দেড় বছর ধরে তালা মেরে রেখেছে। দোকানের তালা খুলতে গিয়ে একাধিকবার বাধা ও হুমকির মুখে পড়েছি। পুলিশে অভিযোগ দিতে গেলে অভিযোগ গ্রহণ করেনি। আমি প্রশাসনের কাছে দাবি জানাই, যাতে আমি আমার দোকান খুলে বৈধভাবে ব্যবসা করতে পারি, সেই ব্যবস্থা করা হোক।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রাব্বি আমিন বলেন, ‘ওই দোকান ঘরের ভিটাটি আমার দাদার বন্ধুর মেছের আলী মৃধা আমাকে দিয়েছিলেন। পরে মেছের আলীর কাছ থেকে ১২ লাখ টাকা দিয়ে ফারুক হোসেন বাবুল দোকানটি কিনেছেন। কিন্তু ওই দোকানের ভেতর আমাদের ২৭ পয়েন্ট জমি রয়েছে, তাই আমরা দোকানটি বন্ধ রেখেছি।’

এ বিষয়ে জানতে চাইলে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাইনউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শরীয়তপুরে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের পর এনসিপির কার্যালয় তছনছ, বাড়িঘরে হামলা-ভাঙচুর

শরীয়তপুরে ছাত্রদল-এনসিপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ১০

শরীয়তপুরে এনসিপির মশাল মিছিল

শরীয়তপুরে মুক্তিযোদ্ধার কবরস্থানে আগুন দেওয়ার অভিযোগ

ভোটারদের হুমকি দেওয়া ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে শোকজ

পদ্মা সেতুতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, হেলপার নিহত

শরীয়তপুরের ৩ আসন: আওয়ামী লীগের ঘাঁটি দখলে মরিয়া বিএনপি-জামায়াত

জামায়াতকে ভোট দিলে শান্তিতে থাকতে দেব না: বিএনপি নেতার ভিডিও ভাইরাল

শীত নিবারণের আগুনে পুড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন