হোম > সারা দেশ > শরীয়তপুর

ইদিলপুর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

প্রতিনিধি গোসাইরহাট (শরীয়তপুর) 

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন শিকারী বরখাস্ত হওয়ার এক সপ্তাহের মাথায় একই ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য ফয়েজ আহাম্মদ প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।     বুধবার দুপুরে ইদিলপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে দায়িত্ব প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী। 

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ইদিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু ছৈয়াল, শরীয়তপুর জেলা পরিষদ সদস্য জাকির হোসেন দুলাল, গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আউয়াল সরদার, পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মিন্টু বেপারী, উপজেলা যুবলীগ সভাপতি নুরুজ্জামান মৃধা প্রমুখ। এ ছাড়া প্রিন্টু ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত বুধবার স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপ-সচিব আবু জাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিভিন্ন অনিয়মের অভিযোগে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন শিকারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। 

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় আবারও রোগীর মৃত্যু

শরীয়তপুরে বিস্ফোরণে আহত আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে তিন

শরীয়তপুরে বিস্ফোরণ: আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে ৩

শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার ২ আসামির মৃত্যুদণ্ড

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

শরীয়তপুরে বিস্ফোরণ: বোমা তৈরির উপকরণ ও আলামত সংগ্রহ, ৩৮টি বোমা নিষ্ক্রিয়

শরীয়তপুরে বিস্ফোরণ: আরেকজনের মৃত্যু, ঢাকা থেকে গেছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবকের কবজি বিচ্ছিন্ন

শরীয়তপুরে ব্যবসায়ী খোকন দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

শরীয়তপুরে হামলায় অগ্নিদগ্ধ ব্যবসায়ী খোকন দাস মারা গেলেন