হোম > সারা দেশ > শরীয়তপুর

কুড়িয়ে পাওয়া ককটেলের বিস্ফোরণে ২ শিশু আহত

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি

নড়িয়া উপজেলায় কুড়িয়ে পাওয়া ককটেলের বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া আদর্শগ্রামে এ ঘটনা ঘটে। 

আহত মাইজপাড়া আদর্শগ্রামের আফজাল হাওলাদারের ছেলে অয়ন হাওলাদার (৮), হানিফা হাওলাদারের ছেলে রনি হাওলাদার (৭)। শিশু দুটিকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত অয়নের বাবা আফজাল হাওলাদার জানান, বাড়ির পাশের সড়কের লাউয়ের মাচার নিচ থেকে শিশু অয়ন ও রনি খেলার বল মনে করে ককটেলটি কুড়িয়ে নিয়ে পাশের মাঠে খেলতে যায়। তখন বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে শিশুদের পা, হাতসহ বিভিন্ন স্থানে ক্ষত হয়। গুরুতর অবস্থায় এলাকাবাসী দুই শিশুকে সদর হাসপাতালে ভর্তি করেন। 

নড়িয়া থানা ওসি অবনি সংকর কর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ককটেলের আলামত উদ্ধার করা হয়েছে। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। সদর হাসপাতালে আহত শিশু দুটিকে দেখে এসেছি।’ 

ওসি আরও বলেন, ‘গতকাল শনিবার রাতেও এলাকাবাসী দুটি বিকট শব্দ পায়। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় আবারও রোগীর মৃত্যু

শরীয়তপুরে বিস্ফোরণে আহত আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে তিন

শরীয়তপুরে বিস্ফোরণ: আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে ৩

শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার ২ আসামির মৃত্যুদণ্ড

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

শরীয়তপুরে বিস্ফোরণ: বোমা তৈরির উপকরণ ও আলামত সংগ্রহ, ৩৮টি বোমা নিষ্ক্রিয়

শরীয়তপুরে বিস্ফোরণ: আরেকজনের মৃত্যু, ঢাকা থেকে গেছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবকের কবজি বিচ্ছিন্ন

শরীয়তপুরে ব্যবসায়ী খোকন দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

শরীয়তপুরে হামলায় অগ্নিদগ্ধ ব্যবসায়ী খোকন দাস মারা গেলেন