হোম > সারা দেশ > শরীয়তপুর

গোসাইরহাটে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় নুরে আলম সরদার ওরফে জিকু (৩৮) নামে যুবলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের মালংচড়া এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নুরে আলমকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। 

নুরে আলম সরদার নাগেরপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মালংচড়া গ্রামের ইউনুস সরদারের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আহত নুরে আলম নাগেরপাড়া বাজার থেকে দপ্তরি বাড়ি হয়ে খাসেরহাটমুখী রাস্তা দিয়ে ঘরামি বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাঝেরভাঙা এলাকায় পৌঁছালে ৭-৮ জন যুবক তাঁর গতিরোধ করে। এ সময় তারা রামদা, চাপাতি ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে মাথা, বুক, পিঠ ও হাত-পায় গুরুতর জখম হয় নুরে আলমের। পরে তিনটি মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় নুরে আলমকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ঢাকায় রেফার করেন গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা। 

গোসাইরহাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরে আলম বলেন, ‘নাগেরপাড়া বাজার থেকে ঘরামি বাড়ির দিকে যাওয়ার পথে ৭-৮ জন যুবক রামদা, চাপাতি ইত্যাদি ধারালো অস্ত্র দিয়ে আমার মাথা, বুক, পিঠ ও হাত-পায়ে কুপিয়েছে। প্রশাসনের নিকট আমার ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করছি।’ 

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘হামলার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। আহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’ 

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় আবারও রোগীর মৃত্যু

শরীয়তপুরে বিস্ফোরণে আহত আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে তিন

শরীয়তপুরে বিস্ফোরণ: আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে ৩

শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার ২ আসামির মৃত্যুদণ্ড

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

শরীয়তপুরে বিস্ফোরণ: বোমা তৈরির উপকরণ ও আলামত সংগ্রহ, ৩৮টি বোমা নিষ্ক্রিয়

শরীয়তপুরে বিস্ফোরণ: আরেকজনের মৃত্যু, ঢাকা থেকে গেছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবকের কবজি বিচ্ছিন্ন

শরীয়তপুরে ব্যবসায়ী খোকন দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

শরীয়তপুরে হামলায় অগ্নিদগ্ধ ব্যবসায়ী খোকন দাস মারা গেলেন