হোম > সারা দেশ > শরীয়তপুর

গোসাইরহাট উপজেলা আ.লীগের ২ নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহজাহান দেওয়ান ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়ালকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত যৌথ বর্ধিত সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত হয়। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ বর্ধিত সভা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার ও সাধারণ সম্পাদক অনল কুমার দে স্বাক্ষরিত বহিষ্কারাদেশে বলা হয়, নির্বাচন কমিশন ঘোষিত ১৭ জুলাই অনুষ্ঠেয় গোসাইরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়া বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহজাহান দেওয়ান এবং ২ নম্বর সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়ালকে সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।

তবে দল থেকে বহিষ্কারের চিঠি না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হননি ওই দুই বিদ্রোহী প্রার্থী।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার ও সাধারণ সম্পাদক অনল কুমার দেসহ স্থানীয় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, শরীয়তপুরে গোসাইরহাট পৌরসভা ঘোষণার এক যুগ পর ১৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। সীমানা, মৌজা ও ভোটার জটিলতার কারণে মামলা থাকায় দীর্ঘদিন উপজেলা নির্বাহী কর্মকর্তারা পর্যায়ক্রমে পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান জেলা আওয়ামী লীগের সদস্য ও গোসাইরহাট উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জাকির হোসেন দুলাল। গত গোসাইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় উপজেলা যুবলীগের সভাপতির পদ থেকে জাকির হোসেন দুলালকেও বহিষ্কার করা হয়েছিল।

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় আবারও রোগীর মৃত্যু

শরীয়তপুরে বিস্ফোরণে আহত আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে তিন

শরীয়তপুরে বিস্ফোরণ: আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে ৩

শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার ২ আসামির মৃত্যুদণ্ড

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

শরীয়তপুরে বিস্ফোরণ: বোমা তৈরির উপকরণ ও আলামত সংগ্রহ, ৩৮টি বোমা নিষ্ক্রিয়

শরীয়তপুরে বিস্ফোরণ: আরেকজনের মৃত্যু, ঢাকা থেকে গেছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবকের কবজি বিচ্ছিন্ন

শরীয়তপুরে ব্যবসায়ী খোকন দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

শরীয়তপুরে হামলায় অগ্নিদগ্ধ ব্যবসায়ী খোকন দাস মারা গেলেন