হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে বোমার আঘাতে আহত যুবকের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষ চলাকালে হাতবোমার আঘাতে আহত সৈকত সরদার (১৯) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার (২৭ এপ্রিল) রাতে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও জানিয়েছেন তিনি। 

নিহত সৈকত সরদার উপজেলার বিলাসপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মুলাই বেপারী কান্দি গ্রামের কাসেম সরদারের ছেলে। তিনি বিলাসপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কুদ্দুস বেপারীর সমর্থক ছিলেন। 

স্থানীয় ইউপি সদস্য সিরাজ সরদার জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে আজ বিকেলে সৈকত সরদারের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। আছরের নামাযের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

সৈকত সরদার মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, জাজিরা উপজেলার বিলাসপুরে ইউপি চেয়ারম্যান কুদ্দুস বেপারির সমর্থকদের সঙ্গে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল মাদবরের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। 

গত ২৪ এপ্রিল এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। হাতবোমার আঘাতে সৈকত সরদারসহ গুরুতর আহত হন পাঁচজন। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে সৈকত সরদার শনিবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এর আগে গত ২৭ মার্চ এই দুই পক্ষের সংঘর্ষ চলাকালে বোমার আঘাতে সজীব মুন্সী নামের এক যুবক গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর গত ৩ মার্চ তাঁর মৃত্যু হয়। তিনি জলিল মাদবরের সমর্থক ছিলেন। 

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বিলাসপুরে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে হাতবোমার আঘাতে আহত সৈকত সরদার মারা গেছেন। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

শরীয়তপুরে ছাত্রদল-এনসিপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ১০

শরীয়তপুরে এনসিপির মশাল মিছিল

শরীয়তপুরে মুক্তিযোদ্ধার কবরস্থানে আগুন দেওয়ার অভিযোগ

ভোটারদের হুমকি দেওয়া ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে শোকজ

পদ্মা সেতুতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, হেলপার নিহত

শরীয়তপুরের ৩ আসন: আওয়ামী লীগের ঘাঁটি দখলে মরিয়া বিএনপি-জামায়াত

জামায়াতকে ভোট দিলে শান্তিতে থাকতে দেব না: বিএনপি নেতার ভিডিও ভাইরাল

শীত নিবারণের আগুনে পুড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারকালে হাসপাতালের ২ কর্মচারী আটক