হোম > সারা দেশ > শরীয়তপুর

পদ্মা সেতুতে ২৩ বাইকারকে ৭১ হাজার টাকা জরিমানা

শরীয়তপুর প্রতিনিধি

ঈদের দ্বিতীয় দিন রোববার (২৩ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুতে লেন পরিবর্তন, অবৈধ স্থানে পার্কিং ও সেতুতে দাঁড়িয়ে সেলফি তোলাসহ বিভিন্ন অপরাধে ২৩ মোটরসাইকেল চালকের (বাইকার) বিরুদ্ধে মামলা করেছে পুলিশের ট্রাফিক বিভাগ। এসব মামলায় চালকদের কাছ থেকে মোট ৭১ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়েছে। 

রোববার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন পদ্মা সেতু সাইট অফিসের এডিশনাল ডিরেক্টর মো. আমিরুল হায়দার চৌধুরী। তিনি বলেন, রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুতে মোট ২৩টি প্রসিকিউশন মামলা হয়েছে। সড়ক পরিবহন আইনে মহাসড়কের জন্য আরোপিত বিভিন্ন নিয়ম ভঙ্গের (লেন পরিবর্তন, অবৈধ স্থানে পার্কিং ও দাঁড়িয়ে সেলফি তোলা ইত্যাদি) জন্য ৭১ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়েছে। 

মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (অর্থ ও প্রশাসন) বজলুর রহমান জানান, নিয়ম ভঙ্গের দায়ে ২২ মোটরসাইকেলের চালককে ৩ হাজার টাকা করে ও এক চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

আমিরুল হায়দার চৌধুরী বলেন, জাজিরা প্রান্তে টোল প্লাজায় মোটরসাইকেলের চাপ বৃদ্ধি পাওয়ায় রোববার বিকেলে তিনটি লেন চালু করা হয়। এর পর থেকে মোটরসাইকেলের দীর্ঘ লাইন ধীরে ধীরে কমতে থাকে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় দুটি লেন চালু রাখা হয়। দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত ৭ হাজার ৩০৩টি মোটরসাইকেল জাজিরা প্রান্ত দিয়ে পদ্মা সেতু পার হয়েছে। 

রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, দুপুরের পর থেকে জাজিরা প্রান্তে মোটরসাইকেলের চাপ বৃদ্ধি পেতে থাকে। বেশির ভাগই এসেছেন আনন্দ ভ্রমণে। একসঙ্গে একাধিক মোটরসাইকেল নিয়েও বন্ধুবান্ধব মিলে ঘুরতে এসেছেন অনেকে। দীর্ঘদিন পরে পদ্মা সেতু পার হতে পেরে অনেককে আনন্দ-উল্লাস করতেও দেখা গেছে।

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় আবারও রোগীর মৃত্যু

শরীয়তপুরে বিস্ফোরণে আহত আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে তিন

শরীয়তপুরে বিস্ফোরণ: আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে ৩

শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার ২ আসামির মৃত্যুদণ্ড

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

শরীয়তপুরে বিস্ফোরণ: বোমা তৈরির উপকরণ ও আলামত সংগ্রহ, ৩৮টি বোমা নিষ্ক্রিয়

শরীয়তপুরে বিস্ফোরণ: আরেকজনের মৃত্যু, ঢাকা থেকে গেছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবকের কবজি বিচ্ছিন্ন

শরীয়তপুরে ব্যবসায়ী খোকন দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

শরীয়তপুরে হামলায় অগ্নিদগ্ধ ব্যবসায়ী খোকন দাস মারা গেলেন