হোম > সারা দেশ > শরীয়তপুর

‘এখন আমি শিশু সন্তানকে নিয়ে বাঁচব কীভাবে’

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে পাঁচ মাসের সন্তানকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু হয়েছে। তাদের বহনকারী ব্যাটারিচালিত ভ্যানটি তাঁর গায়ের ওপর উঠে যায়। তবে তাঁর সন্তানের কোনো ক্ষতি হয়নি।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার সময় শরীয়তপুর সদর উপজেলার সুবচনী বাজার সংলগ্ন সুবচনী-নাগেরপারা সড়কে এই ঘটনা ঘটে।

নিহত নারীর নাম—সাদিয়া আক্তার (১৮)। তিনি গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের বালিকুরি গ্রামের রায়হান শিকদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা বলছে, সাদিয়া ও রায়হান দম্পতি তাদের একমাত্র সন্তান রাইয়ানকে নিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যানযোগে সুবচনী বাজারে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। এ সময় বাবার কোলে ছিল শিশু রাইয়ান। সুবচনী বাজারের কাছাকাছি পৌঁছালে একটি গুইসাপ রাস্তা পার হওয়ার সময় ভ্যানটি গুইসাপের ওপর উঠে যায়। এতে ভ্যানটি উল্টে সড়কের ওপর পড়ে যায়। এ সময় সাদিয়া ভ্যানের নিচে চাপা পড়ে। এতে ভ্যানচালক ও রায়হান শিকদার সামান্য আহত হলেও শিশু রাইয়ানের কোনো ক্ষতি হয়নি। পরে পথচারীরা দ্রুত সাদিয়াকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ভ্যানচালক মান্নান ব্যাপারী আজকের পত্রিকাকে বলেন, ‘নাগেরপাড়া থেকে ভ্যানগাড়ি চালিয়ে সুবচনী বাজারের দিকে আসছিলাম। হঠাৎ একটা গুইসাপ দ্রুত রাস্তায় এসে নিচে পরলে আমার ভ্যানটা উল্টে যায়। ভ্যানের নিচে পরে গুরুতর আহত হন সাদিয়া আপা। পরে স্থানীয়রাসহ সাদিয়া আপাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। সেইখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন।’

নিহতের স্বামী রায়হান শিকদার কান্নাজড়িত কণ্ঠে আজকের পত্রিকাকে বলেন, ‘বিয়ের পর থেকেই সাদিয়া কখনো আমার মনে কষ্ট দিয়ে কোনো কথা বলেনি। সে আর নেই! এখন আমি শিশু সন্তানকে নিয়ে বাঁচব কীভাবে! আমার কোনো অভিযোগ নেই।’

সাদিয়ার শাশুড়ি মাজেদা বেগম বলেন, ‘আমার নাতি রাইয়ান অসুস্থ হওয়ায় তাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিল আমার ছেলে ও তাঁর বউ। মেয়েটার মা-বাবা কেউ নাই। নিজের মেয়ের মতো ওকে আমি ভালোবাসতাম।’

এ বিষয়ে পালং মডেল থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় সাদিয়া নামে এক নারী মারা গেছেন। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ নেই।’

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় আবারও রোগীর মৃত্যু

শরীয়তপুরে বিস্ফোরণে আহত আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে তিন

শরীয়তপুরে বিস্ফোরণ: আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে ৩

শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার ২ আসামির মৃত্যুদণ্ড

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

শরীয়তপুরে বিস্ফোরণ: বোমা তৈরির উপকরণ ও আলামত সংগ্রহ, ৩৮টি বোমা নিষ্ক্রিয়

শরীয়তপুরে বিস্ফোরণ: আরেকজনের মৃত্যু, ঢাকা থেকে গেছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবকের কবজি বিচ্ছিন্ন

শরীয়তপুরে ব্যবসায়ী খোকন দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

শরীয়তপুরে হামলায় অগ্নিদগ্ধ ব্যবসায়ী খোকন দাস মারা গেলেন