হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে হত্যার অভিযোগ

প্রতিনিধি, গোসাইরহাট (শরীয়তপুর)

শরীয়তপুরের গোসাইরহাটে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মো. গিয়াসউদ্দিন খান (৬৫) নামে ওই ব্যক্তির বিরুদ্ধে যৌতুকের দাবিতে পুত্রবধূকে নির্যাতন ও হত্যার অভিযোগে মামলা করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় করা এ মামলায় তাঁকেসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। গিয়াসউদ্দিন খান একজন বীর মুক্তিযোদ্ধা।

বাকি আসামিরা হলেন– ডামুড্যা সিধলকুড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা মো. গিয়াসউদ্দিন খান, তাঁর ছেলে ও নিহতের স্বামী ফয়সাল আহম্মেদ, শাশুড়ি জাহানারা বেগম, ননদ নিগার সুলতানা ও ননদের স্বামী মিজান পেদা।

নিহতের নাম মোছা তারা বেগম। তিনি একই উপজেলার সৈয়দ বোস্তা গ্রামের আলমগীর ফকিরের মেয়ে।

মামলার এজাহার ও গোসাইরহাট থানা-পুলিশ সূত্রে জানা যায়, ফয়সাল আহম্মেদের সঙ্গে প্রায় ৮ মাস আগে তারা বেগমের বিয়ে হয়। তাঁরা ঢাকার সাভারে বসবাস করতেন। তবে বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলে আসছিল। গত রোববার গিয়াসউদ্দিন তারা বেগমকে নিয়ে গোসাইরহাটের ধীপুর গ্রামে (কালীখোলা) তাঁর মেয়ে নিগার সুলতানার বাড়িতে বেড়াতে আসেন। পরদিন নিগার সুলতানার বাড়ি থেকে স্বজনেরা তারা বেগমকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলার এজাহারে উল্লেখ করেছেন, আমার মেয়েকে তাঁর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। এ নিয়ে প্রায়ই বাবার বাড়িতে অভিযোগ করত সে। এ জন্যই তাঁরা আমার মেয়েকে হত্যা করেছে।

গোসাইরহাট থানার ওসি মোল্লা সোহেব আলী দৈনিক আজকের পত্রিকাকে বলেন, যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যা মামলা করা হয়েছে। লাশের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত সোমবার সকালে তারা বেগমের ননদের বাড়ি থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নিথর দেহ উদ্ধার করা হয়।

শীত নিবারণের আগুনে পুড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারকালে হাসপাতালের ২ কর্মচারী আটক

অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু

পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়েতে চিনির ট্রাকে অগ্নিসংযোগ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

‘সুদে ১৭ লাখ নিয়ে ১৮ লাখ টাকা ফেরত দিয়েছি, তবুও বাড়ি দখল’

ছুটিতে গেলেন সেই বিচারক

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু: শৈশবেই এতিম, ভাইয়ের সংসারও সামলাতেন আবুল কালাম

নিষেধাজ্ঞা অমান্য করে জাজিরায় প্রকাশ্যে চলছে ইলিশ বেচাকেনা