হোম > সারা দেশ > শরীয়তপুর

নির্যাতনে ১৬ মাসের শিশুর মৃত্যু, সৎবাবা ও মা আটক

শরীয়তপুর প্রতিনিধি

পুলিশের হাতে আটক অভিযুক্ত সৎবাবা ও মা। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুরের জাজিরায় সৎবাবা ও মায়ের নির্যাতনের শিকার হয়ে আরিফা নামের ১৬ মাস বয়সী এক কন্যাশিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার মূলনা ইউনিয়নের মিরাশার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মা চাঁদনী আক্তার ও সৎবাবা খোরশেদকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশুর মা চাঁদনী আক্তারের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আর তাঁর দ্বিতীয় স্বামী খোরশেদের বাড়ি বরিশাল জেলায়। চাঁদনী আক্তার তাঁর প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে ছয় মাস আগে খোরশেদকে বিয়ে করেন। মেয়ে আরিফা ও দ্বিতীয় স্বামী খোরশেদকে নিয়ে এক মাস ধরে জাজিরার মিরাশার গ্রামের ছোবাহান মোল্লার বাড়িতে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। খোরশেদ ওই এলাকার একটি ইটভাটায় কাজ করতেন।

স্থানীয়রা জানান, শিশুটির ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চলছিল। শিশুটি কান্নাকাটি করলে তাকে নির্মমভাবে প্রহার করা হতো। কেউ প্রশ্ন করলে মা চাঁদনী বলতেন, ‘শাসন করছি, খেতে চায় না, তাই মারছি।’

জানা গেছে, ৫ ফেব্রুয়ারি রাতে শিশুটিকে ব্যাপক মারধর করা হয়। এতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরদিন রাত সাড়ে ১০টার দিকে শিশুটি নিথর হয়ে যায় এবং মারা যায়।

পরে শুক্রবার সকালে জানাজানি হলে স্থানীয়রা মা ও সৎবাবাকে আটক করে পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত মা ও সৎবাবাকে আটক করেছি। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু

পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়েতে চিনির ট্রাকে অগ্নিসংযোগ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

‘সুদে ১৭ লাখ নিয়ে ১৮ লাখ টাকা ফেরত দিয়েছি, তবুও বাড়ি দখল’

ছুটিতে গেলেন সেই বিচারক

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু: শৈশবেই এতিম, ভাইয়ের সংসারও সামলাতেন আবুল কালাম

নিষেধাজ্ঞা অমান্য করে জাজিরায় প্রকাশ্যে চলছে ইলিশ বেচাকেনা

শরীয়তপুর জেলা হাসপাতালে ব্লাড ব্যাংক উদ্বোধন

ঢাকার হত্যা মামলায় কারাগারে শরীয়তপুরের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা মোজাম্মেল

শরীয়তপুরে আলোচিত তায়েবা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন