হোম > সারা দেশ > শরীয়তপুর

ফেরির ধাক্কায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে পন্টুনের র‍্যাম্পে ভাঙন

শরীয়তপুর প্রতিনিধি

ফেরির ধাক্কায় শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের ১ নম্বর পন্টুনের র‍্যাম্প ভেঙে গেছে। এতে শুক্রবার সকাল থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটের নরসিংহপুর ফেরিঘাটের ১ নম্বর ঘাট দিয়ে ফেরি চলাচল বন্ধ রয়েছে। 

বর্তমানে ২ নম্বর ঘাট ব্যবহার করে যানবাহন পারাপার করা হচ্ছে। একটি ঘাট দিয়ে যানবাহন পারাপার করায় ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে। ফলে ধীরে ধীরে ঘাটে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। পন্টুনের র‍্যাম্প সংস্কারে শনিবার সকাল থেকে কাজ শুরু করেছে বিআইডব্লিউটিসি। সংস্কার শেষে ১ নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার শুরু করতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। 

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা ফেরি ক্যামেলিয়া নোঙর করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নরসিংহপুর ফেরিঘাটের ১ নম্বর ঘাটের পন্টুনে সজোরে ধাক্কা দেয়। ফেরির ধাক্কায় পন্টুনের সঙ্গে সড়কের সংযোগ স্থাপনকারী র‍্যাম্পের ফিঙ্গার পিন ভেঙে যায়। পন্টুন থেকে র‍্যাম্প বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তখন থেকেই এই ঘাট দিয়ে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর ওই দিন বিকেলে বিআইডব্লিউটিসির সংরক্ষণ ও মেরামতকারী দলের সদস্যরা দুর্ঘটনাকবলিত ঘাট এলাকা পরিদর্শন করে গেছেন। তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার সকাল থেকে মেরামতের কাজ শুরু করা হয়েছে। 
 
এদিকে একটি ঘাট দিয়ে ফেরি চলাচল বন্ধ থাকায় ফেরিতে যানবাহন লোড ও আনলোডে অতিরিক্ত সময় লাগছে। লোড-আনলোডের সময় একাধিক ফেরিকে ঘাটে এসে অপেক্ষা করতে হচ্ছে। এতে দিনে ফেরির ট্রিপসংখ্যা ১১ থেকে ১২টি করে কমে গেছে। প্রতিদিন যেখানে ৪৮ থেকে ৫০টি ট্রিপ দেওয়া যেত, সেখানে আজ ট্রিপের সংখ্যা নেমে এসেছে ৩৭ থেকে ৩৮টিতে। ফলে ফেরিঘাটের নরসিংহপুর প্রান্তে যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। 

বিআইডব্লিউটিসি ঘাট ব্যবস্থাপক আব্দুল মোমেন আজকের পত্রিকাকে জানান, ফেরির ধাক্কায় ১ নম্বর পন্টুনের র‍্যাম্পের ফিঙ্গার পিন ভেঙে যায়। এরপর থেকে ওই পন্টুন দিয়ে যানবাহন পারাপার বন্ধ রয়েছে। ১ নম্বর ঘাটে থাকা পন্টুনটি বেশ পুরোনো। র‍্যাম্পের ফিঙ্গার পিন দুর্বল হয়ে পড়ায় এমন সমস্যা তৈরি হয়েছে। বিষয়টি সমাধানে কাজ শুরু করা হয়েছে। মেরামত শেষে এই ঘাট দিয়ে ফেরি চলাচল স্বাভাবিক হতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে। 

চট্টগ্রামের সঙ্গে খুলনা, বরিশাল, বেনাপোল, মোংলাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় যাতায়াতের জন্য শরীয়তপুর-চাঁদপুর নৌরুট ব্যবহার করেন চালক ও যাত্রীরা। বর্তমানে এই নৌরুটে থাকা মোট আটটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। প্রতিদিন ঘাটটি ব্যবহার করে হাজারের বেশি যানবাহন পারাপার হয়ে থাকে। 

শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার ২ আসামির মৃত্যুদণ্ড

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

শরীয়তপুরে বিস্ফোরণ: বোমা তৈরির উপকরণ ও আলামত সংগ্রহ, ৩৮টি বোমা নিষ্ক্রিয়

শরীয়তপুরে বিস্ফোরণ: আরেকজনের মৃত্যু, ঢাকা থেকে গেছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবকের কবজি বিচ্ছিন্ন

শরীয়তপুরে ব্যবসায়ী খোকন দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

শরীয়তপুরে হামলায় অগ্নিদগ্ধ ব্যবসায়ী খোকন দাস মারা গেলেন

শরীয়তপুরে ব্যবসায়ীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার চেষ্টা

শরীয়তপুরে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের পর এনসিপির কার্যালয় তছনছ, বাড়িঘরে হামলা-ভাঙচুর

শরীয়তপুরে ছাত্রদল-এনসিপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ১০