হোম > সারা দেশ > শরীয়তপুর

ভেদরগঞ্জে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার আরশিনগর ইউনিয়নের এক এসএসসি পরীক্ষার্থী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চরকুমারিয়া ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রের দোতলার রুমে এ ঘটনা ঘটে। সেখান থেকে বেলা ১২টা দিকে মরদেহটি উদ্ধার করে সখীপুর থানা–পুলিশ। 

সাবেক চেয়ারম্যান শামসুদ্দোহা রতন আকনের একমাত্র ছেলে ১৭ বছর বয়সী রাফিউজ্জামান সাবিত চরকুমারিয়া উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। 

জানা যায়, সাবিদের মা চরকুমারিয়া ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রের একজন স্বাস্থ্য সহকারী। সেই সুবাদে স্বাস্থ্যকেন্দ্রের ২য় তলায় সরকারি বাসভবনে থাকতেন তারা মা–বাবা ও ছেলে। দিনকাল ভালো কাটছিল তাদের। সাবিত যখন যা চাইতো দেওয়ার চেষ্টা করত তার বাবা–মা। কিন্তু শুক্রবার হঠাৎ করেই সকালে সাবিত তার রুমের দরজা খুলছিল না। পরে তার মা সাবিতের বন্ধু নিহাদকে ডেকে আনলে নিহাদ মই দিয়ে উঠে পেছনের জানালা দিয়ে দেখে ফ্যানের সঙ্গে ঝুলে থাকা সাবিতের মরদেহ। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে। 

চরকুমারিয়া স্কুলের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী নিহাদ মোল্যা বলেন, ‘সাবিত আমার খুব কাছের একজন বন্ধু ছিল। সাবিত সব সময় হাসি খুশি থাকত। ওর বাবা–মা সব সময় কোন কিছুর কমতি ছিল না। কি কারণে ও আত্মহত্যার পথ বেছে নিল তা বুঝলাম না। বন্ধুর মৃত্যুতে আমরা সবাই শোকাহত।’ 

নিহতের বাবা সামসুদ্দোহা রতন বলেন, ‘আমার ছেলে সাবিত খুব শান্তশিষ্ট ছেলে ছিল। সে পড়ালেখায় খুব ভালো ছিল। যখন যা চাইতো আমি দেওয়ার চেষ্টা করতাম। কেন যে সে আত্মহত্যা করল আল্লাহই ভালো জানে। আমার একমাত্র ছেলেকে হারিয়ে আমি অসহায় হয়ে গেলাম। আল্লাহ আমার ছেলেকে যেন জান্নাতবাসী করুন।’ 

সখীপুর থানার ওসি বলেন, ‘খবর পেয়ে সকাল ১২টা দিকে আমরা চরকুমারিয়া ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র থেকে মরদেহটি উদ্ধার করি। পরে ১টার সময় মরদেহের ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সরকারি হাসপাতালে পাঠিয়ে দেই। রিপোর্ট আসলে বলা যাবে কি ঘটেছিল।’ 

শরীয়তপুরে অ্যাম্বুলেন্সের ভেতর রোগী মৃত্যুর ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেপ্তার

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় আবারও রোগীর মৃত্যু

শরীয়তপুরে বিস্ফোরণে আহত আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে তিন

শরীয়তপুরে বিস্ফোরণ: আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে ৩

শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার ২ আসামির মৃত্যুদণ্ড

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

শরীয়তপুরে বিস্ফোরণ: বোমা তৈরির উপকরণ ও আলামত সংগ্রহ, ৩৮টি বোমা নিষ্ক্রিয়

শরীয়তপুরে বিস্ফোরণ: আরেকজনের মৃত্যু, ঢাকা থেকে গেছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবকের কবজি বিচ্ছিন্ন

শরীয়তপুরে ব্যবসায়ী খোকন দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন