হোম > সারা দেশ > শরীয়তপুর

পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়া দুই আসামি গ্রেপ্তার

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে আদালতে হাজিরা শেষে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় পুলিশকে ধাক্কা মেরে মাদক মামলার দুই আসামি হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে তিন ঘণ্টার মধ্যে তাঁদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

রোববার (১৫ জুন) বেলা ১টার দিকে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া দুই আসামি হলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মাসেতু দক্ষিণ থানাধীন উকিল উদ্দিন মুন্সীকান্দি গ্রামের হারুন মাদবরের ছেলে সুরুজ মাদবর ও একই উপজেলার পৈলান মোল্লাকান্দি গ্রামের কুদ্দুস শেখের ছেলে দুলাল শেখ।

পুলিশ জানায়, কিছুদিন আগে মাদক মামলায় সুরুজ মাদবর ও দুলাল শেখকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পদ্মা সেতু দক্ষিণ থানা-পুলিশ।

আজ রোববার তাঁদের আদালতে হাজির করা হয়।

হাজিরা শেষে আদালত থেকে তাঁদের হাজতখানায় নিয়ে যাওয়ার সময় আদালত চত্বরে পুলিশকে ধাক্কা মেরে হ্যান্ডকাপসহ আসামি সুরুজ মাদবর ও দুলাল শেখ দৌড়ে পালিয়ে যান।

পরে অভিযান চালিয়ে প্রথমে দুলাল শেখ ও পরবর্তীকালে সুরুজ মাদবরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, আদালতে হাজিরা শেষে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে ধাক্কা মেরে হ্যান্ডকাপসহ আসামি সুরুজ মাদবর ও দুলাল শেখ দৌড়ে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে তাঁদের দুজনকে হ্যান্ডকাপসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শীত নিবারণের আগুনে পুড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারকালে হাসপাতালের ২ কর্মচারী আটক

অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু

পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়েতে চিনির ট্রাকে অগ্নিসংযোগ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

‘সুদে ১৭ লাখ নিয়ে ১৮ লাখ টাকা ফেরত দিয়েছি, তবুও বাড়ি দখল’

ছুটিতে গেলেন সেই বিচারক

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু: শৈশবেই এতিম, ভাইয়ের সংসারও সামলাতেন আবুল কালাম

নিষেধাজ্ঞা অমান্য করে জাজিরায় প্রকাশ্যে চলছে ইলিশ বেচাকেনা