হোম > সারা দেশ > শরীয়তপুর

পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়া দুই আসামি গ্রেপ্তার

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে আদালতে হাজিরা শেষে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় পুলিশকে ধাক্কা মেরে মাদক মামলার দুই আসামি হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে তিন ঘণ্টার মধ্যে তাঁদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

রোববার (১৫ জুন) বেলা ১টার দিকে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া দুই আসামি হলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মাসেতু দক্ষিণ থানাধীন উকিল উদ্দিন মুন্সীকান্দি গ্রামের হারুন মাদবরের ছেলে সুরুজ মাদবর ও একই উপজেলার পৈলান মোল্লাকান্দি গ্রামের কুদ্দুস শেখের ছেলে দুলাল শেখ।

পুলিশ জানায়, কিছুদিন আগে মাদক মামলায় সুরুজ মাদবর ও দুলাল শেখকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পদ্মা সেতু দক্ষিণ থানা-পুলিশ।

আজ রোববার তাঁদের আদালতে হাজির করা হয়।

হাজিরা শেষে আদালত থেকে তাঁদের হাজতখানায় নিয়ে যাওয়ার সময় আদালত চত্বরে পুলিশকে ধাক্কা মেরে হ্যান্ডকাপসহ আসামি সুরুজ মাদবর ও দুলাল শেখ দৌড়ে পালিয়ে যান।

পরে অভিযান চালিয়ে প্রথমে দুলাল শেখ ও পরবর্তীকালে সুরুজ মাদবরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, আদালতে হাজিরা শেষে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে ধাক্কা মেরে হ্যান্ডকাপসহ আসামি সুরুজ মাদবর ও দুলাল শেখ দৌড়ে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে তাঁদের দুজনকে হ্যান্ডকাপসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শরীয়তপুরে অ্যাম্বুলেন্সের ভেতর রোগী মৃত্যুর ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেপ্তার

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় আবারও রোগীর মৃত্যু

শরীয়তপুরে বিস্ফোরণে আহত আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে তিন

শরীয়তপুরে বিস্ফোরণ: আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে ৩

শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার ২ আসামির মৃত্যুদণ্ড

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

শরীয়তপুরে বিস্ফোরণ: বোমা তৈরির উপকরণ ও আলামত সংগ্রহ, ৩৮টি বোমা নিষ্ক্রিয়

শরীয়তপুরে বিস্ফোরণ: আরেকজনের মৃত্যু, ঢাকা থেকে গেছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবকের কবজি বিচ্ছিন্ন

শরীয়তপুরে ব্যবসায়ী খোকন দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন