হোম > সারা দেশ > শরীয়তপুর

জমি নিয়ে বিরোধ, জামায়াত নেতাকে হত্যার অভিযোগ নাতির বিরুদ্ধে

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর ডামুড্যা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এক জামায়াত নেতাকে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সিড্যা ইউনিয়নের মধ্য সিড্যা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত সিরাজুল ইসলাম মাঝি (৫৫) জামায়াতে ইসলামীর সিড্যা ইউনিয়ন কমিটির বায়তুল মাল সম্পাদক (অর্থ সম্পাদক) ছিলেন। তিনি ওই ইউনিয়নের মধ্য সিড্যা এলাকার মৃত নুরু বক্স মাঝির ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াত নেতা সিরাজুল ইসলাম মাঝির সঙ্গে তাঁর আপন ভাতিজা জাহাঙ্গীর মাঝির জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। আজ বুধবার সকালে বিরোধপূর্ণ জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে মারামারি হয়।

এ সময় জাহাঙ্গীর মাঝির ছেলে শরীফ মাঝি তাঁর চাচাতো দাদা সিরাজুল ইসলাম মাঝিকে কিল-ঘুষি ও লাথি মারেন। এতে পাকা সড়কের ওপর পড়ে সিরাজুল ইসলাম মাঝি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। আইনি পদক্ষেপ নেওয়া হবে।

অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু

পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়েতে চিনির ট্রাকে অগ্নিসংযোগ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

‘সুদে ১৭ লাখ নিয়ে ১৮ লাখ টাকা ফেরত দিয়েছি, তবুও বাড়ি দখল’

ছুটিতে গেলেন সেই বিচারক

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু: শৈশবেই এতিম, ভাইয়ের সংসারও সামলাতেন আবুল কালাম

নিষেধাজ্ঞা অমান্য করে জাজিরায় প্রকাশ্যে চলছে ইলিশ বেচাকেনা

শরীয়তপুর জেলা হাসপাতালে ব্লাড ব্যাংক উদ্বোধন

ঢাকার হত্যা মামলায় কারাগারে শরীয়তপুরের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা মোজাম্মেল

শরীয়তপুরে আলোচিত তায়েবা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন