হোম > সারা দেশ > শরীয়তপুর

পদ্মায় দুই ফেরির সংঘর্ষের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি

শরীয়তপুর প্রতিনিধি

শিমুলিয়া-মাঝিরঘাট নৌরুটে দুই ফেরির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিসি। বিআইডব্লিউটিসির মেরিন বিভাগের ডিজিএম মো. শাহজাহানকে প্রধান করে গঠন করা তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আজ রোববার দুপুরে এই তদন্ত কমিটি গঠন করা হয়। 

নিহত খোকন শিকদার ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার হারুন শিকদারের ছেলে। দুপুর ১২টার দিকে নিহত হারুন শিকদারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে শিমুলিয়া নৌ-পুলিশ ফাড়ি। 

বিআইডব্লিউটিসির মেরিন বিভাগের সহ-মহাব্যবস্থাপক আহমেদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথের পদ্মা নদীর জাজিরা প্রান্তের পাইনপাড়া চ্যানেলের মুখে বেগম সুফিয়া কামাল ও বেগম রোকেয়া ফেরির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন এক পিকআপচালক। সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফেরিতে থাকা অন্তত আটটি যানবাহন। 

নিহত হারুন শিকদারের স্ত্রী তাহামিনা বলেন, ‘গতকাল রাত ১২টার সময় ফোন করে মালামাল নিয়ে ফরিদপুরে যাওয়ার কথা বলেন হারুন। এরপর ভোররাতে তাঁর নম্বর থেকে ফোন করে মৃত্যুর খবর জানায় পুলিশ। আমি চার সন্তান নিয়ে এখন কোথায় যাব? সংসার চালানোর মতো কেউ নেই আমার।’ 

অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু

পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়েতে চিনির ট্রাকে অগ্নিসংযোগ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

‘সুদে ১৭ লাখ নিয়ে ১৮ লাখ টাকা ফেরত দিয়েছি, তবুও বাড়ি দখল’

ছুটিতে গেলেন সেই বিচারক

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু: শৈশবেই এতিম, ভাইয়ের সংসারও সামলাতেন আবুল কালাম

নিষেধাজ্ঞা অমান্য করে জাজিরায় প্রকাশ্যে চলছে ইলিশ বেচাকেনা

শরীয়তপুর জেলা হাসপাতালে ব্লাড ব্যাংক উদ্বোধন

ঢাকার হত্যা মামলায় কারাগারে শরীয়তপুরের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা মোজাম্মেল

শরীয়তপুরে আলোচিত তায়েবা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন